সালাউদ্দিন কাদের চৌধুরীর বড় অপরাধ ছিল তিনি সর্বশক্তিমান আল্লাহর উপর আস্থা রাখতেন

0

অত্যন্ত অভিজাত ও ঐতিহ্যবাহী পরিবারের সন্তান ছিলেন শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী,উনার দাদা ছিলেন জনাব খান বাহাদুর আব্দুল জব্বার চৌধুরী এবং বাবা জনাব এ কে এম ফজলুল কাদের চৌধুরী ছিলেন তৎকালীন পাকিস্তান জাতীয় পরিষদের স্পীকার , একাধিকবার নির্বাচিত জাতীয় পরিষদ এর সদস্য, মন্ত্রী ও পরবর্তীতে অস্থায়ী রাষ্ট্রপতিও নির্বাচিত হয়েছিলেন এ প্রবাদ প্রতিম পুরুষ, ১৯৬৫ সালে কাপ্তাইতে বাংলাদেশ এর একমাত্র পানি বিদ্যুৎ নির্মাণে অনেক গুরুত্বপূর্ণ অবদান ছিল জনাব ফজলুল কাদের চৌধুরীর যে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ না হলে বর্তমানে বাংলাদেশ এর ৭০% এর বেশি এলাকা অন্ধকারে থাকতো, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম মেডিকেল কলেজ, চুয়েট তাঁর অমর কীর্তি,এছাড়া চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম ব্যাপী নিজ খরচে ও নিজ জমিতে শতশত স্কুল কলেজ নির্মাণ করে তিনি শিক্ষা বিস্তারে যে ভূমিকা রেখেছিলেন সেটি ছিল নজিরবিহীন,ঐতিহ্যবাহী ও ঐতিহাসিক এই পরিবারের সম্মান রক্ষায় সর্বদা সচেষ্ট ছিলেন শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী, দানবীর হিসেবেও বাবার মত উনার খ্যাতি ছিল পর্বততুল্য, নিজ এলাকার জনগণের কাছে ছিলেন অত্যন্ত শ্রদ্ধাভাজন ও জনপ্রিয়,শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর বড় অপরাধ ছিল তিনি সর্বশক্তিমান আল্লাহর উপর আস্থা রাখতেন, তিনি আস্তিক, ডানপন্থী ছিলেন তাইতো রাম বামদের চক্ষুশূল ছিলেন তিনি, উনাকে কলংকিত করতে কয়েক ডজন হলুদ মিডিয়ার গোয়েবলসীয় অপপ্রচার ছিল চোখে পড়ার মত,রাজনীতিতে আসার পর এত অপপ্রচার সত্ত্বেও ১৯৭৯, ১৯৮৬, ১৯৯১, ১৯৯৬, ২০০১ ও ২০০৮ সালের নির্বাচনে ছয় মেয়াদের সংসদ সদস্য হিসাবে নির্বাচিত ছিলেন তিনি, বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী ৩৩ বছর ধরে ঝড় তুলেছেন সংসদে, হয়েছেন মন্ত্রী ও উপদেষ্টা,তাঁর বক্তৃতার নিজস্ব একটা স্টাইল ছিল, তীর্যক, রম্য, স্যাটায়ার বা বক্র যা বলা হোকনা কেন সেখানে ছিল অপ্রিয় সত্য কথন, স্পষ্টবাদিতা, শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীকে ২০১০ সালের ১৬ই ডিসেম্বর কারাগারে প্রেরণ করা হয় মিত্যা,বিত্তিহীন, বানোয়াট এক মামলায়,পরে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৫ সালের ২২ নভেম্বর বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দণ্ডাদেশ অনুযায়ী তার ফাঁসি কার্যকর করে চট্টগ্রাম তথা বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষের জীবনে এক কলংকিত অধ্যায় রচিত করে অাওয়ামীলীগ, বাংলাদেশের রাজনীতিতে অাওয়ামীলীগের হাতে নির্যাতিত জিয়া পরিবারের পরে যদি কয়েকটি পরিবার থাকে তার মধ্য চৌধুরী পরিবার অন্যতম।

(Collected)

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com