‘ইউরোপীয় ইউনিয়ন তাদের প্রতিশ্রুতি রাখবে’, আশাবাদ ব্যক্ত করেছেন এরদোগান
প্রেসিডেন্ট রজব তায়্যিব এরদোগান বলেছেন, ইউরোপের সঙ্গেই তুরস্কের ভবিষ্যৎ জড়িয়ে আছে।
এরদোগান বলেন, ইউরোপ ছাড়া অন্য কোথাও আমরা নিজেদের দেখতে পাচ্ছি না। ইউরোপের সঙ্গেই আমাদের ভবিষ্যত।
রোববার ক্ষমতাসীন দলের কংগ্রেসে দেয়া এক ভিডিওবার্তায় এসব কথা বলেন।
এরদোগান বলেন, আমরা আশা করি, ইউরোপীয় ইউনিয়ন তাদের প্রতিশ্রুতি রাখবে। আমাদের প্রতি তাদের কোনো বৈষম্য করবে না। আমরা অন্তত চাইব তারা যেন আমাদের শত্রু দেশ হিসেবে গণ্য না করে।
তিনি বলেন, তুরস্কের কোনো দেশ বা প্রতিষ্ঠানের সঙ্গে এমন কোনো সমস্যা নেই যা রাজনৈতিক, কূটনৈতিক বা সংলাপের মাধ্যমে সমাধান সম্ভব নয়।
প্রসঙ্গত, ভূমধ্যসাগরে তেল গ্যাস অনুসন্ধান নিয়ে চালানো নিয়ে গ্রীসের সঙ্গে উত্তেজনার জেরে ইউরোপীয় ইউনিয়নের অবরোধের মুখে রয়েছে তুরস্ক। ফ্রান্স প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ বিভিন্ন ইস্যুতে তুরস্কের বিরুদ্ধে সরব ভূমিকা পালন করছেন। তিনি তুরস্কের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের অবরোধের জন্য নানামুখী প্রচেষ্টা চালাচ্ছেন বলে জানা গেছে।