‘ভারত-বাংলাদেশ-পাকিস্তানের এক রাষ্ট্র হওয়া উচিত’
ভারত, বাংলাদেশ এবং পাকিস্তানকে যদি ভারতের ক্ষমতাসীন দল বিজেপি এক রাষ্ট্রে পরিণত করতে চায়, তাকে স্বাগত জানাবেন মন্তব্য করে মহারাষ্ট্রের সাবেক মন্ত্রী ও এনসিপি নেতা নওয়াব মালিক বলেছেন, বার্লিন ওয়াল যদি ধ্বংস হতে পারে, তবে ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ কেন এক হতে পারবে না?
রবিবার (২২ নভেম্বর) এক বিবৃতিতে নওয়াব মালিক বলেন, বিজেপি এমন কোনো পদক্ষেপ নিলে তার দল ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি) সেটা মেনে নেবে।
এর মাত্র কয়েকদিন আগেই মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা দেবেন্দ্র ফাদনাভিস বলেছেন যে, এমন এক সময় আসবে যখন পাকিস্তানের সিন্ধ প্রদেশের রাজধানী করাচি ভারতের অংশ হয়ে যাবে।
ফাদনাভিসের বক্তব্যের বিষয়ে মন্তব্য করতে গিয়ে নওয়াব মালিক বলেন; আমরা বলতে চাই যে ভারত, পাকিস্তান এবং বাংলাদেশের একত্র হওয়া উচিত। বিজেপি যদি এই তিন দেশকে একত্র করে একটি দেশ বানাতে চায় তবে আমরা অবশ্যই এটাকে স্বাগত জানাব।