২ সপ্তাহ পরও বাইডেনকে অভিনন্দন না জানানোর কারণ জানালেন পুতিন

0

বাইডেন বিজয়ী হওয়ার পর দুই সপ্তাহ পেরিয়ে গেলেও নির্বাচন নিয়ে নীরব ভূমিকা পালন করছে বিশ্বের অন্যতম পরমাণু শক্তিধর দেশ রাশিয়া। এখনও নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে অভিনন্দন না জানানোর কারণ জানিয়েছেন এবার দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 

গতকাল রবিবার রাশিয়ার সরকারি টিভি চ্যানেলে পুতিন বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের মানুষ যার ওপরে ভরসা করেন তার সঙ্গেই কাজ করতে চাই। তবে প্রতিপক্ষ যখন অন্যের জয় মেনে নেন তখনই তাকে জয় বলি। বাইডেনকে অভিনন্দন না জানানোর সিদ্ধান্তটি একটি ‘আনুষ্ঠানিকতা’, এর পেছনে অন্য কোন ‘সুপ্ত’ উদ্দেশ্য নেই। খবর ব্লুমব্লার্গ ও দ্য সানের। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায় আসায় রুশ-মার্কিন সম্পর্কের ক্ষতি হবে কিনা! এমন প্রশ্নের উত্তরে পুতিন বলেন, নতুন করে ক্ষতি হওয়ার কিছু নেই। আগে থেকেই দু’দেশের সম্পর্ক নষ্ট হয়ে আছে। রাশিয়া মনে করছে, জো বাইডেনের নির্বাচনের ফলে রাশিয়ার ওপরে মার্কিন নিষেধাজ্ঞার বহর আরও বাড়বে। 

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com