সৌম্যর এক ওভারেই ফিরলেন পান্ত-আইয়ার

0

ষষ্ঠ ওভারে শ্রেয়াস আইয়ারের ক্যাচ ছেড়েছিলেন আমিনুল  ইসলাম। জীবন পেয়ে ভয়ঙ্কর হয়ে উঠেন আইয়ার। ২৭ বলে তুলে নেন ফিফটি। ইনিংসের ১৫তম ওভারে আফিফ হোসেনকে টানা তিন বলে তিন ছক্কা হাঁকান তিনি। তবে ১৬তম ওভারের প্রথম বলেই ঋষভ পান্তকে (৬) সরাসরি বোল্ড করেন সৌম্য সরকার। ওই ওভারের পঞ্চম বলে সৌম্য তুলে নেন আইয়াকে। ৩৩ বলে ৬২ রান করেন তিনি।

নাগপুরে সিরিজ নির্ধারণী টি-টোয়েন্টিতে টসে জিতে ফিল্ডিং নেয় বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজে ১-১ সমতা বিরাজ করছে। 

ইনিংসের দ্বিতীয় ওভারেই আঘাত হানেন শফিউল ইসলাম।

তার বলে উপড়ে যায় ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার লেগ স্টাম্প। আগের ম্যাচে ৮৫ রান করা রোহিত এবার ২ রানেই ফেরেন। তবে লোকেশ রাহুলকে নিয়ে মারমুখী হয়ে উঠেন আরেক ওপেনার শিখর ধাওয়ান। পাওয়ার প্লের শেষ ওভারে ধাওয়ানকেও তুলে নেন শফিউল। ১৯ রানে থামেন ধাওয়ান। উঠিয়ে মারতে গিয়ে ধরা পড়েন মাহমুদুল্লাহ রিয়াদের হাতে। ওই ওভারেই শ্রেয়ার আইয়ারের ক্যাচ ছাড়েন  আমিনুল ইসলাম।

লোকেশ রাহুল-শ্রেয়াস আইয়ারের তৃতীয় উইকেট জুটিতে  চাপ সামলে উঠেছিল   ভারত। লোকেশ রাহুল  ৩৩ বলে ফিফটি পূর্ণ করেন। তবে ১৩তম ওভারের প্রথম বলেই তাকে সাঝঘরে ফেরান আল আমিন। ৫২ রান করা রাহুল ধরা পড়েন লিটন দাসের হাতে। ভাঙে ৫৯ রানের জুটি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com