তুরস্ককে শায়েস্তা করতে ভিন্ন পথে সৌদি আরব

0

দীর্ঘদিন থেকেই তুরস্কের এরদোগানের সরকারকে শায়েস্তা করার পথ খুঁজছিল সৌদি আরব। এর অংশ হিসেবে সৌদিতে দেশটির বাজার বন্ধের কৌশল নিয়েছে রিয়াদ। গত অক্টোবর থেকে সৌদি আরব এবং তুরস্কের মিডিয়া ছাড়াও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে দিনের পর দিন যেসব খবর বেরোচ্ছে, তাতে বিষয়টি স্পষ্ট। এখন এই বয়কট কর্মসূচি আরও জোরদার করছে সৌদি কর্তৃপক্ষ। ব্রিটিশ দৈনিক ‘ফিনানসিয়াল টাইমস’ বলছে, সৌদি আরব তুরস্কের পণ্য আমদানির ওপর ‘অনানুষ্ঠানিক নিষেধাজ্ঞা’ আরোপ করেছে। গণমাধ্যম কর্মীদের প্রশ্নের মুখে সৌদি সরকার এখনো বলে যাচ্ছে যে, তুরস্ক থেকে পণ্য আমদানির ওপর রাষ্ট্রীয়ভাবে কোনো নিষেধাজ্ঞা নেই। সাংবাদিক, পর্যবেক্ষক এবং তুরস্কের ব্যবসায়ী মহল অবশ্য নিশ্চিত যে, তুর্কি পণ্য বয়কটের যে ক্যাম্পেইন দ্রুত সৌদি আরবে ছড়িয়ে পড়েছে তার পেছনে রয়েছে দেশটির সরকার। সৌদি সরকারের ইচ্ছাতেই যে এই বয়কট ক্যাম্পেইন চলছে। তার প্রথম ইঙ্গিত পাওয়া যায় গত সপ্তাহে। তখন সৌদি খাদ্য এবং ওষুধ নিয়ন্ত্রণ বিভাগ তুরস্ক থেকে সব ধরনের মাংস, মাছ, ডিম এবং দুধ ও দুগ্ধজাত পণ্য আমদানি স্থগিত করার সিদ্ধান্ত জানায়। তুরস্কের ইংরেজি দৈনিক সাবাহ এবং আরও কিছু মিডিয়া জানিয়েছে যে, তুর্কি বাণিজ্য মন্ত্রণালয় সৌদি এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছে। সরকারের পক্ষ থেকে দেশের রপ্তানি প্রতিষ্ঠানগুলোকে সৌদি আরবের এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে। ‘না আমদানি, না বিনিয়োগ, না ভ্রমণ’ : প্রকাশ্যে এই তুর্কি বয়কট ক্যাম্পেইনের নেতৃত্ব দিচ্ছে সৌদি আরবের শীর্ষ এবং সবচেয়ে প্রভাবশালী ব্যবসায়ী সমিতি- রিয়াদ চেম্বার অব কমার্স। সমিতির প্রধান আজলান আল-আজলান অক্টোবরের মাঝামাঝি একটি বিবৃতি জারি করে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com