দশ লাখ টাকা পাচ্ছেন জয়ী ফুটবলাররা

0

দীর্ঘ পাঁচ বছর পর নেপালের বিরুদ্ধে জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। করোনাভাইরাসের ভয় উপেক্ষা করে দেশের ফুটবলে আনন্দের বন্য বইয়ে দেয়া এ জয়ের জন্য বড় অঙ্কের আর্থিক পুরস্কার পাচ্ছেন ফুটবলাররা। দলের জন্য দশ লাখ টাকা বোনাস ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

শুক্রবার (১৩ নভেম্বর) রাতে ম্যাচের পর বাফুফের সহসভাপতি ও জাতীয় টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ এ ঘোষণা দেন।

তিনি বলেন, আমরা সবাই খুশি। আমাদের প্রেসিডেন্ট কাজী সালাউদ্দিন এবং ফেডারেশনের পক্ষ থেকে বোনাস হিসেবে খেলোয়াড়দের জন্য দশ লাখ টাকা পুরস্কার ঘোষণা করছি।

আগামী মঙ্গলবার সফরের দ্বিতীয় প্রীতি ম্যাচে টাইগারদের মুখোমুখি হবে নেপাল। ওই ম্যাচেও বাংলাদেশ দল ভালো খেলবে বলে আশা প্রকাশ করে দর্শকদের মাঠে এসে সমর্থন জানানোর আহ্বান বলে জানান কাজী নাবিল।

এদিকে, ম্যাচটি স্বাগতিকদের জন্য ছিল প্রতিশোধের। নাবীব নেওয়াজ জীবন ও মাহবুবুর রহমান সুফিলের গোলে জয় পায় বাংলাদেশ। এ জয়ে মুজিববর্ষ উপলক্ষে আয়োজিত সিরিজে এগিয়ে গেল লাল-সবুজরা।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com