অবশেষে লা লিগার ১:১ নিয়মের আওতায় এলো বার্সেলোনা

0

অবশেষে লা লিগার ১:১ নিয়মের আওতায় এলো বার্সেলোনা। তাতে দলটির সামনে জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে নতুন খেলোয়াড় দলে ভেড়াতে ও চুক্তি নবায়নে কোনো বাঁধা রইলো না।

যা কাতালান জায়ান্টদের জন্য স্বস্তির খবর।

গত ৩০ ও ৩১ ডিসেম্বর পাঠানো নথিপত্র পর্যালোচনা করার পর গতকাল বার্সাকে আর্থিক ফেয়ার প্লে বিধি মেনে চলার অনুমতি দিয়েছে লা লিগা। তবে অন্য নিয়মের বেড়াজালে ঝুলে আছে দানি ওলমো ও পাউ ভিক্তরের নিবন্ধন। যদিও তাদের নিবন্ধনের কথা লা লিগাকে মনে করিয়ে দিয়েছে বার্সা।

গতকাল শুক্রবার মধ্যরাত পর্যন্ত ওলমো ও ভিক্তরের নিবন্ধন অনুমোদন করানোর চেষ্টা করেছেন বার্সা প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা ও তার কাছের কয়েকজন। কিন্তু লা লিগা অবস্থান বদলায়নি। স্পেনের ফুটবল ফেডাররেশনও বার্সার ব্যাখ্যা মানেনি। ফলে সাধারণ বিধির ১৩০ নম্বর অনুচ্ছেদের সুবিধা নিতে পারছে না বার্সা।

বার্সার এমন তোড়জোড় মূলত শুক্রবার দুপুরেই একটি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের কাছ থেকে ২৮ মিলিয়ন ইউরো পাওয়ার পর থেকে। ক্যাম্প ন্যুর ভিআইপি আসন ব্যবহার করার জন্য এই অর্থ দিয়েছে ওই প্রতিষ্ঠান। ওই অর্থ একাউন্টে যুক্ত হওয়ার পরেই নথিপত্র লা লিগার কাছে পাঠায় বার্সা। যেটি হাতে পাওয়ার পর বার্সাকে আর্থিক ফেয়ার প্লে বিধি মেনে চলার অনুমতি দেয় লা লিগা।

১:১ নিয়মের আওতায় এলেও একই নিয়মে ওলমো ও ভিক্তরের নিবন্ধন করাতে পারবে না বার্সা। কারণ একই মৌসুমে কোনো খেলোয়াড় অনিবন্ধিত হয়ে গেলে ওই মৌসুমে আর তাকে পুনরায় নিবন্ধন করার সুযোগ নেই লা লিগায়। এই সমস্যা থেকে মুক্তির আশায় আদালতে গিয়েছে বার্সা।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com