ফ্রান্সে মুহাম্মদ (সাঃ)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের তীব্র নিন্দা ছাত্রমিশনের

0

ফ্রান্সে মহানবী হজরত মুহাম্মদ (সাঃ)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শনীর প্রতিবাদ ও অবিলম্বে বন্ধের দাবী জানিয়েছেন বাংলাদেশ লেবার পার্টির ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রমিশন কেন্দ্রীয় সভাপতি সৈয়দ মোঃ মিলন, সিনিয়র সহ-সভাপতি নাসরুল্লাহ তালুকদার ইমন, সাধারন সম্পাদক মোঃ শরিফুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক কবি ইকবাল মাহমুদ।

আজ (রবিবার) ছাত্রমিশন প্রচার সম্পাদক হাফিজুর রহমান রিফাত প্রেরিত যুক্ত বিবৃতিতে ছাত্রমিশন নেতৃবৃন্দ বলেন, ফ্রান্সে রাষ্ট্রীয় মদদে একটি সরকারী বহুতল ভবনে মহানবী হজরত মুহাম্মদ (সাঃ)-কে কটাক্ষ করে ব্যঙ্গচিত্র প্রদর্শন করা হয়েছে। এর আগেও ফ্রান্সের সার্লি ম্যাগাজিনে একই ধরনের ধৃষ্টতাপুর্ন ও অবমাননাকর ব্যঙ্গচিত্র প্রদর্শন করে বিশ্বের কোটি কোটি মুসলমানদের ধর্মীয় আবেগ-অনুভুতিতে আঘাত দেয়া হয়েছে। আমরা বাংলাদেশ ছাত্রমিশনের পক্ষ থেকে ফ্রান্সের ন্যাক্কার জনক ও ধর্মীয় অনুভুতিতে চপটাঘাতের ঘটনার তীব্র নিন্দা, প্রতিবাদ জানিয়ে অবিলম্বে ব্যঙ্গচিত্র প্রদর্শন বন্ধের দাবী জানাই। আমরা বাংলাদেশ সরকারকে অবিলম্বে ফ্রান্সে সাথে কুটনৈতিক সর্ম্পক ছিন্ন এবং ফ্রান্সের রাষ্ট্রদুতকে বহিস্কারের আহবান জানাই। সেইসাথে বাংলাদেশে আপময় জনগনকে ফ্রান্সের উৎপাদিত ও মারিকানাধীন সকল পন্য বর্জন করার বিনীত অনুরোধ করছি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com