‘গজনি’ বাইডেন এক বছরও টিকবে না: কঙ্গনা

0

নিজের দেশের মানুষজনকে নিয়ে বিতর্কিত মন্তব্য করতে তার জুড়ি মেলা ভার। বলিউড অভিনেত্রী কঙ্গনা রনৌত এখন মুখ পাকাচ্ছেন বিদেশিদের নিয়ে।

বাইডেনকে ‘গজনি’ সম্বোধন করে টুইটারে লিখেছেন, ‘গজনি বাইডেনের ডেটা প্রতি পাঁচ মিনিটেই ক্র্যাশ করে। যা ওষধুই দেওয়া হোক, এক বছরের বেশি টিকবে না। তাই খুবই স্পষ্ট যে কমলা হ্যারিসই এই শো চালাবেন।’

কঙ্গনা বলেন, ‘একজন নারী মাথাচাড়া দিলে, তিনি অন্যদেরও টেনে তুলতে সাহায্য করেন। এই ঐতিহাসিক দিনের জন্য অনেক অভিনন্দন।’

২০০৮ সালে মুক্তি পেয়েছিল আমির খান অভিনীত ‘গজনি’। বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছিল সেই সিনেমা। সেখানে একজন বিজনেস টাইকুনের ভূমিকায় দেখা যায় আমির খানকে। যার একটি দুর্ঘটনার পর স্মৃতিশক্তি দুর্বল হয়ে যায়। অল্প সময়ের মধ্যেই আগের কথা ভুলে যেত সে।

কঙ্গনা কেন বাইডেনের সঙ্গে সেই তুলনা করলেন সেটি স্পষ্ট নয়। বাইডেনের বয়সের দিকে ইঙ্গিত করে থাকতে পারেন তিনি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.