৩২ ভোটের ৩ অঙ্গরাজ্যে এগিয়ে বাইডেন; বাড়ছে জয়ের সম্ভাবনা

0

ভোট গণনার সর্বশেষ তথ্য অনুযায়ী মিশিগান,উইসকনসিন ও নেভাডায় সামান্য ব্যবধানে ট্রাম্পের চেয়ে এগিয়ে আছেন বাইডেন। এই তিনটি অঙ্গরাজ্যে রয়েছে মোট ৩২টি ইলেকটোরাল কলেজ। এই তিনটিতে জিতলেই বাইডেনের হোয়াইট হাউসে প্রবেশ নিশ্চিত হবে।

 বর্তমানে ট্রাম্পের ঝুড়িতে রয়েছে ২১৩টি ইলেকটোরাল ভোট। বিজয় নিশ্চিত করতে ট্রাম্পের দরকার ৫৭।

কিন্তু তিনটি অঙ্গরাজ্যে বাইডেনের এগিয়ে থাকার খবর ট্রাম্প শিবিরকে উদ্বিগ্ন করে তুলেছে। নেভাডা অঙ্গরাজ্যে ইলেকটোরাল ভোট রয়েছে ছয়টি। অঙ্গরাজ্যটিতে ৮৬ শতাংশ ভোট গণনা হয়েছে। এর মধ্যে ট্রাম্প পেয়েছেন ৪৮ দশমিক সাত শতাংশ। আর জো বাইডেন পেয়েছেন ৪৯ দশমিক তিন শতাংশ। এই অঙ্গরাজ্যটিতে এগিয়ে রয়েছেন বাইডেন।

১০ ইলেকটোরাল ভোটের অঙ্গরাজ্যে উইসকনসিনে এগিয়ে রয়েছে বাইডেন। সেখানে মোট ভোটের ৯৮ শতাংশ গণনা করা হয়েছে। এর মধ্যে বাইডেন পেয়েছেন ৪৯ দশমিক ৪ শতাংশ। আর ট্রাম্প পেয়েছেন ৪৮ দশমিক ৮ শতাংশ।

১৬ ইলেকটোরালের ভোটের অঙ্গরাজ্য মিশিগানেও অল্প ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন বাইডেন। অঙ্গরাজ্যটিতে মোট ভোটের ৯৪ শতাংশ গণনা করা হয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত ৪৯ দশমিক ৫ শতাংশ ভোট পেয়েছেন বাইডেন।

আর ৪৮ দশমিক ৮ শতাংশ পেয়েছেন ট্রাম্প। এই ধারা অব্যাহত থাকলে বাইডেনই হবেন মার্কিন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com