গনতন্ত্রকে শক্তিশালী করতেই বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করে
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ-১ আসনের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, শুধু দেশের মানুষ নয়, বিশ্বের অধিকাংশ রাষ্ট্রের মানুষ জানে বর্তমান বাংলাদেশ সরকার ও নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন সুষ্ঠু হয় না। তার পরও গনতন্ত্রকে শক্তিশালী করতেই বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করে। রায়গঞ্জ উপজেলার নলকায় বেসরকারি সংস্থা জিকেএসের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
গতকাল দুলু বলেন, সিরাজগঞ্জ-১ আসনে বিএনপি প্রার্থীকে তিন দিন অবরোধ করে রাখা হয়েছিল। তাকে প্রচারণায় নামতে দেওয়া হচ্ছে না। প্রতিনিয়ত বিএনপি নেতা-কর্মীদের হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। কিন্তু নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা গ্রহণ করছে না।