কে জিতলেন যুক্তরাষ্ট্রে ইরানের কাছে তা গুরুত্বপূর্ণ নয়- হাসান রুহানি

0

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে কে জিতলেন তা ইরানের কাছে মোটেও গুরুত্বপূর্ণ নয়। যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে এমন অবস্থান পুনর্ব্যক্ত করেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। তিনি বলেছেন, ইরানের বিরুদ্ধে অবরোধের বিষয়ে কি করবেন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট সেটাই ইরানের কাছে গুরুত্বপূর্ণ।

এ খবর দিয়ে অনলাইন আল জাজিরা বলছে, হাসান রুহানি টেলিভিশনে দেয়া এক ভাষণে বলেছেন, ইরানি জাতিকে দেয়া সম্মান যুক্তরাষ্ট্র ফিরিয়ে দিক- এটাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। কে ক্ষমতায় এলেন সেটা নয়। যদি নতুন নির্বাচিত প্রেসিডেন্ট অন্যায্য ও অবৈধ অবরোধ প্রত্যাহার করেন এবং তার পরিবর্তে সম্মান ফিরিয়ে দেন, তখনই পরিস্থিতি ভিন্ন হতে পারে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com