চীনের সঙ্গে ২৫ বছর মেয়াদি চুক্তি নিয়ে আলোচনা বন্ধ হয়নি: ইরান

0

চীনের সঙ্গে ২৫ বছর মেয়াদি দ্বিপক্ষীয় সহযোগিতা চুক্তি বিষয়ক আলোচনা মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল পর্যন্ত স্থগিত রাখা হয়েছে বলে যে খবর বেরিয়েছে তা অস্বীকার করেছে তেহরান।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, এ চুক্তির খুঁটিনাটি নিয়ে ইরান ও চীনের কর্মকর্তাদের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে এবং এর ফলাফল সময়মতো ঘোষণা করা হবে।

তিনি বলেন, চীনের সঙ্গে ২৫ বছর মেয়াদি চুক্তি নিয়ে দু’দেশের আলোচনা নিজস্ব গতিতে চলছে এবং এর সঙ্গে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের কোনো সম্পর্ক নেই।

সাম্প্রতিক সময়ে চীনের সঙ্গে ইরানের এই দীর্ঘমেয়াদি বিশাল চুক্তির বিষয়টি মার্কিন কর্মকর্তাদের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। ওয়াশিংটন শুরু থেকে এই চুক্তির বিরোধিতা করে আসছে।

সম্প্রতি কোনো কোনো মার্কিন গণমাধ্যম খবর দিয়েছে, আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল কি হয় তা দেখার জন্য এই চুক্তি নিয়ে তেহরান ও বেইজিং-এর মধ্যে আলোচনা স্থগিত রাখা হয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com