তৃতীয় স্বামীকেও ছেড়ে দিচ্ছেন শ্রাবন্তী?

0

২০০৩ সালে পরিচালক রাজীব বিশ্বাসের সঙ্গে টালিউড অভিনেত্রী শ্রাবন্তীর বিয়ে হয়। তাদের ঘরে ঝিনুক নামে একটি ছেলেও রয়েছে। রাজীবের সঙ্গে বিচ্ছেদের পর মডেল ও ফটোগ্রাফার কৃষাণ ব্রজের সঙ্গে মন দেয়া নেয়া শুরু হয় শ্রাবন্তীর। ২০১৬ সালে কৃষাণকে বিয়ে করেন তিনি। সেই সংসারও টিকলো না। ২০১৮ সালের জানুয়ারিতে তাদের বিচ্ছেদ হয়। 

এর পর আবারও নতুন প্রেমে মজেন শ্রাবন্তী। ভগ্নিপতির মাধ্যমে রোশন সিংহ নামে বিমান সংস্থার এক কেবিন ক্রুর সঙ্গে শ্রাবন্তীর পরিচয় হয়। এর পর প্রেম ও পরিণয়। গেল বছরের ১৯ এপ্রিল রোশনকে বিয়ে করেন টলিগঞ্জের এই লাস্যময়ী অভিনেত্রী।   

এরইমধ্যে গুঞ্জন ছড়িয়েছে, তৃতীয় সংসারও ভাঙছে শ্রাবন্তীর! তবে কি চতুর্থ বিয়ের পথে হাঁটছেন এই নায়িকা? 

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, বেশ কিছুদিন ধরেই একসঙ্গে থাকছেন না শ্রাবন্তী ও রোশন।

শ্রাবন্তীর সঙ্গে বিচ্ছেদের বিষয়ে রোশন সিং জানিয়েছেন, ‘হ্যাঁ, আমরা এখন এক ছাদের নিচে থাকছি না। তবে আমাদের অতীতের সম্পর্কের প্রতি শ্রদ্ধা জানাই। আমি এ বিষয়ে কথা বলতে রাজি নই।’

তৃতীয় স্বামীর সঙ্গে সংসারে ভাঙন প্রসঙ্গে শ্রাবন্তী বলেন, ‘প্রতিটি বিবাহ বা সম্পর্ক উত্থান-পতনের মধ্য দিয়ে যায়। হতে পারে আমাদের সুখের সময় আপাতত শেষ। তবে এর অর্থ এই নয় যে আমাদের মধ্যে সবকিছু শেষ হয়ে গেছে। আমরা দুজনই আশা করি, শিগগিরই সমস্যাগুলো কাটিয়ে উঠবো। আমরা আবার নতুন করে শুরু করবো।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.