ম্যাক্রোর সাফাই গাইলেন আমিরাতের মন্ত্রী

0

সংযুক্ত আরব আমিরাতের অন্যতম একজন মন্ত্রী ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর বক্তব্যকে গ্রহণ করার জন্য মুসলমানদের প্রতি আহ্বান জানিয়েছেন।

আমিরাতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আনোয়ার গারগাস সোমবার এক জার্মান গণমাধ্যমকে দেয়া বক্তব্যে বলেন, মুসলিমদের ম্যাক্রোর বক্তব্য ভালভাবে শোনা উচিত। তিনি পশ্চিমা বিশ্ব থেকে মুসলমানদের তাড়িয়ে দিতে চাননি এবং তিনি ঠিকই বলেছেন।

পশ্চিমা বিশ্বে মুসলামনদের আরো ভালোভাবে একীভূত হওয়া উচিত উল্লেখ করে তিনি আরো বলেন, রাষ্ট্র হিসেবে ফ্রান্সের চরমপন্থা এবং সামাজিক প্রতিবন্ধকতার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার অধিকার রয়েছে।

গারগাস ফরাসি প্রেসিডেন্টের বিরুদ্ধে ফান্স থেকে মুসলিমদের বের করে দেয়ার অভিযোগ প্রত্যাখ্যান করেন।

ফ্রান্সে সম্প্রতি একজন স্কুল শিক্ষক ক্লাসে শিক্ষার্থীদের বাক-স্বাধীনতার নামে মহানবী (সা.)-এর ব্যাঙ্গাত্মক কার্টুন প্রদর্শন করে। পরে ওই শিক্ষককে হত্যা করা হয়। এরপর ফ্রান্সের প্রেসিডেন্ট ওই কার্টুন প্রকাশকে বাক-স্বাধীনতা বলে মন্তব্য করেন। তিনি বলেন, ফ্রান্সে এ ধরনের কার্টুন প্রকাশ অব্যাহত থাকবে।

সূত্র : আল জাজিরা

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com