নিজের বাড়িতে অগ্নিদগ্ধ হয়ে মারা গেলেন জ্যোতিষ সম্রাট জয়ন্ত শাস্ত্রী

0

তিনি ছিলেন জ্যোতিষ সম্রাট। কলকাতা ছাড়াও মুম্বই, দুবাইতে ছিল তার চেম্বার। সবার ভাগ্য গণনা করতেন তিনি। শুধু জানতেন না নিজের ললাটলিপি। আজ রোববার সকালে ঘুমের মধ্যে অগ্নিদগ্ধ হয়ে মারা গেলেন জয়ন্ত শাস্ত্রী। অপ্রধান চ্যানেলে নিয়মিত জ্যোতিষ চর্চার পর তিনি নিয়মিত জি বাংলা, স্টার জলসা, এবিপি আনন্দে জ্যোতিষীর আসরে বসতেন। রেকর্ড অংকের টাকা দিয়ে স্লট বুক করতেন। জয়ন্ত শাস্ত্রী দুর্গাপুর, আসানসোল, শিলিগুঁড়িতেও জনপ্রিয় ছিলেন।

ইদানিং চেম্বার করেছিলেন বাংলাদেশের রাজধানী ঢাকায়। দামি গাড়ির শখ ছিল জয়ন্ত শাস্ত্রীর। দুটি মার্সিডিজ বেঞ্জ এর মালিক ছিলেন তিনি। স্ত্রীকে করে দিয়েছিলেন একটি বুটিক মুম্বইয়ে। তার একমাত্র পুত্র সন্তান বোর্ডিং-এ থেকে পড়াশোনা করে। রোববার সকালে কেষ্টপুরের সমর দে সরণিতে জয়ন্ত শাস্ত্রীর বাড়ি থেকে ধোঁয়া ও আগুন বেরোতে দেখেন প্রতিবেশীরা। বাড়িতে জয়ন্ত একাই ছিলেন। দমকলকে খবর দেয়া হয়। দমকল এসে জয়ন্ত শাস্ত্রীর দেহ উদ্ধার করে। বাইপাসের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়। দমকলের প্রাথমিক অনুমান, সিগারেট এর আগুন থেকে এই ভয়াবহ অগ্নিকাণ্ড। দুপুরেই ফরেনসিক দল পৌঁছেছে জয়ন্ত শাস্ত্রীর কেষ্টপুরের বাড়িতে তদন্তের জন্য।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com