বর্তমানের প্রতি সাবেকের উপদেশ, ‘কারো কথায় কান দিও না’

0

ক্রিস্টোফার নোলানের ‘দ্য ডার্ক নাইট’ সিনেমায় ডিসি’র সুপারহিরোইন ক্যাট ওম্যান চরিত্রে অভিনয় করেছিলেন অ্যানা হ্যাথাওয়ে। ম্যাট রিভসের ব্যাটম্যান রিবুটে এ চরিত্রে পা গলিয়েছেন জোই ক্রভিতজ। তাকেই উপদেশ দিলেন সাবেক বিড়াল মানবী।

তার মতে, অতীতের কাউকে অনুকরণ না করেই জোই-এর উচিত নিজের মতো করে ক্যাট ওম্যান চরিত্রটি পর্দায় তুলে ধরা।

সম্প্রতি কলিডারে একটি সাক্ষাৎকার দেন অ্যানা। সেখানেই এ প্রসঙ্গটি আসে। জোই-এর একটি স্থিরচিত্রকে উদাহরণ হিসেবে টেনে এনে বলেন, তার কোনো উপদেশের দরকার নেই।

বিষয়টি এভাবে ব্যাখ্যা করেন, যদি তাকে কোনো উপদেশ দিতে হয় তবে আক্ষরিক অর্থেই বলব, কারো কথায় কান দিও না। কারণ এই চরিত্র রূপায়ণে একমাত্র রাস্তা হলো নিজের মতো করে তুলে ধরা। আমাদের সবার পরিচালক আলাদা, তাদের বয়ানও নির্দিষ্ট সিনেমাকে ঘিরে তৈরি।

উদাহরণ হিসেবে কয়েকটি সিনেমার প্রসঙ্গ টানেন। সেখানে ডিসি’র সুপারভিলেন জোকারকে নিয়ে আসেন। কারণ আলাদা আলাদা পরিচালকের চাওয়া অনুসারে সব জোকারই ভিন্ন। তাই জোই-এর তুলনায় যাওয়ার দরকার নেই।

জোই ক্রভিতজকে বাছাই করায় উচ্ছ্বসিত বলেও জানান অ্যানা হ্যাথাওয়ে। তার মতে, একদম নিখুঁত বাছাই।

১৯৬৬ সালে ‘ব্যাটম্যান’ সিনেমায় প্রথমবারের মতো ক্যাট ওম্যান চরিত্রে অভিনয় করেন লি মেরিউথের। ‘ব্যাটম্যান রিটার্নস’-এ দেখা যায় মিচেল ফাইফার। এ ছাড়া ‘ক্যাট ওম্যান’ একক সিনেমায় নায়িকা হয়েছিলেন হেলি বেরি।

‘দ্য ব্যাটম্যান’-এ নাম ভূমিকায় অভিনয় করছেন রবার্ট প্যাটিনসন। সিনেমাটি আগামী বছর মুক্তি পাবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com