মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে বিএনপির ৩ নেতা

0


ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রবার্ট আর্ল মিলারের বাসভবনে বৈঠকে বসেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) তিন নেতা। 

বুধবার (৬ নভেম্বর) বেলা ১১ টার দিকে রবার্ট আর্ল মিলারের বাসভবনে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে অংশ নিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ এবং নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল।

জানা গেছে, এ বৈঠকে সমসাময়িক ইস্যু ছাড়াও দলের নেতা সাদেক হোসেন খোকার মরদেহ ট্রাভেল ডকুমেন্টের মাধ্যমে নিউইয়র্ক থেকে ঢাকায় আনার বিষয়ে কথা হবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.