খালেদা জিয়া এই দেশের জন্য এখনও অত্যন্ত প্রয়োজনীয় একজন অভিভাবক: মির্জা আব্বাস

0

খালেদা জিয়া এই দেশের জন্য এখনও অত্যন্ত প্রয়োজনীয় একজন অভিভাবক জানিয়ে নতুন রাজনৈতিক দলগুলোর প্রকৃত সংস্কার বোঝে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

বুধবার (১০ ডিসেম্বর) সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচির চতুর্থ দিনের আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, নতুন দলগুলো যারা সংস্কারের কথা বলে, তারা প্রকৃত সংস্কার বোঝে না। তাদের কাছে সংস্কারের অর্থ শুধু ক্ষমতার মসনদ দখল করা। সংস্কার বিএনপির সৃষ্টি, কেউ চাইলে এখান থেকে পরিকল্পনা নিতে পারবেন।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, খালেদা জিয়া এই দেশের জন্য এখনও অত্যন্ত প্রয়োজনীয় একজন অভিভাবক। তিনি শুধু একজন রাজনৈতিক নেত্রী নন, বরং সব দলের কাছেই একজন শিক্ষিত ও যোগ্য পথপ্রদর্শক হিসেবে স্বীকৃত। বেগম জিয়াকে ঘিরে দেশের প্রতিটি অঞ্চলে মানুষের দোয়া ও প্রার্থনা প্রমাণ করে যে তিনি সত্যিকার অর্থেই সকল ধর্ম-বর্ণের মানুষের অভিভাবক। এত ব্যাপকভাবে কাউকে নিয়ে দোয়া হতে আমি আগে দেখিনি। সব জায়গায় সবাই দোয়া করেছেন। সৃষ্টিকর্তার কাছে চাওয়া সকলের প্রার্থনা সফল হোক তিনি ফিরে আসুক।

এ সময় তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অচিরেই দেশে ফিরে এসে দলের, দেশের মানুষের হাল ধরবেন এবং রাজনীতির নেতৃত্ব দেবেন। তিনি আরও আশা প্রকাশ করেন যে, তারেক রহমান নতুন চিন্তা-চেতনার মাধ্যমে দেশের মানুষকে আরও এগিয়ে নিয়ে যাবেন।

অনুষ্ঠানে দলের নেতাকর্মীদের উদ্দেশে কীভাবে জনগণের কাছে ভোট চাইতে হবে সে বিষয়ে দিকনির্দেশনাও দেন মির্জা আব্বাস।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.