টুর্নামেন্ট সেরা মুশফিক, ব্যাটে-বলে সেরা ইরফান-রুবেল

0

বিসিবি প্রেসিডেন্টস কাপের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন মুশফিকুর রহীম। ইরফান শুক্কুর টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যান, রুবেল হোসেন সেরা বোলার এবং সেরা ফিল্ডারের পুরস্কার জিতেছেন নুরুল হাসান সোহান।
রানার্সআপ হওয়া নাজমুল একাদশের হয়ে টুর্নামেন্টে ৫ ম্যাচে সর্বাধিক ২১৯ রান সংগ্রহ মুশফিকের। দুই হাফসেঞ্চুরির সঙ্গে মুশফিক সেঞ্চুরি হাঁকান একটি। সর্বোচ্চ ১০৩। একই দলের ইরফান শুক্কুর ৫ ম্যাচে ২ ফিফটিতে করেন ২১৪ রান। সর্বোচ্চ ৭৫।
ফাইনালে উঠতে ব্যর্থ তামিম একাদশের বোলার মোহাম্মদ সাইফ উদ্দিন ৪ ম্যাচে নিয়েছিলেন ১২ উইকেট। তবে সাইফের চেয়ে এক ম্যাচ বেশি খেলে সমান ১২ উইকেট নেয়া রুবেল হোসেন জিতেছেন টুর্নামেন্ট সেরা বোলারের খেতাব।

তৃতীয় সর্বাধিক ৯ উইকেট নেন চ্যাম্পিয়ন মাহমুদউল্লাহ একাদশের পেসার সুমন খান। যিনি ফাইনালে ৫ উইকেট নিয়ে হন ম্যাচসেরা।
প্রেসিডেন্টস কাপে উইকেটের পেছনে দারুণ নৈপুণ্য দেখান মাহমুদউল্লাহ একাদশের হয়ে খেলা নুরুল হাসান সোহান। উইকেটের পেছনে ৯টি ক্যাচ নিয়ে হয়েছেন টুর্নান্টের সেরা ফিল্ডার।

প্রেসিডেন্টস কাপ অ্যাওয়ার্ড
টুর্নামেন্ট সেরা খেলোয়াড়: মুশফিকুর রহীম (নাজমুল একাদশ)
টুর্নামেন্ট সেরা বেলার: রুবেল হোসেন (মাহমুদউল্লাহ একাদশ)
টুর্নামেন্ট সেরা ফিল্ডার: নুরুল হাসান সোহান (মাহমুদউল্লাহ একাদশ)
কামব্যাক প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট: তাসকিন আহমেদ
সেরা উদীয়মান খেলোয়াড়: রিশাদ আহমেদ

প্রেসিডেন্টস স্পেশাল অ্যাওয়ার্ড
সাইফউদ্দিন
এসকে মাহাদী হাসান
সুমন খান
আফিফ হোসেন
তৌহিদ হৃদয়

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com