ক্ষমতার অপব্যবহার করে বাংলাদেশের গণতন্ত্রকে আ.লীগ সরকার হত্যা করেছে: জাগপা

0

জাগপা সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান বলেছেন, দেশে আজ কোনো গণতন্ত্র নেই। বারবার প্রমাণ হয়েছে দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন কখনোই সম্ভব নয়। ক্ষমতার অপব্যবহার করে বাংলাদেশের গণতন্ত্রকে এই সরকার হত্যা করেছে। অব্যাহত ধর্ষণ-নিপীড়ন, গুম-খুন, মামলা-হামলায় ধুকছে বাংলাদেশ। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করতে না পারলে কোনো সমস্যার সমাধান হবে না।

গতকাল বৃহস্পতিবার জিইউপি মিলনায়তনে জাতীয় গণতান্ত্রিক পার্টির সাবেক সভাপতি মরহুমা অধ্যাপিকা রেহানা প্রধানের স্মরণে জাগপা আয়োজিত স্মরণ সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মরহুমা অধ্যাপিকা রেহানা প্রধানের স্মৃতিচারণ করে ব্যারিস্টার তাসমিয়া প্রধান বলেন, অধ্যাপিকা রেহানা প্রধান তার সারাজীবন দেশ ও সমাজের জন্য উৎসর্গ করেছেন। ৭৪র দুর্নীতি বিরোধী গণতান্ত্রিক আন্দোলন ও আমৃত্যু ন্যায় ও আপোসহীন সংগ্রামের এক উজ্জ্বল দৃষ্টান্ত ছিলেন তিনি। আমি তার রুহের মাগফেরাত কামনা করছি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com