মানুষের ভোটের অধিকার ফেরাতে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে আমরা প্রস্তুত: আমান

0

ঢাকা-১৮ আসনের নির্বাচন বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আমানউল্লাহ আমান।

তিনি বলেন, মামলা-হামলা যাই হোক সব কিছু মোকাবিলা করে নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে হবে। কোনো কেন্দ্র এজেন্টবিহীন থাকবে না। কেন্দ্র থেকে এজেন্টকে বের করে দেয়া যাবে না। প্রয়োজনে লড়াই করে কেন্দ্রে টিকে থাকেব বিএনপি।

গতকাল শনিবার (১৭ অক্টোবর) ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী এস এম জাহাঙ্গীরের নির্বাচন প্রস্ততি উপলক্ষে যুবদলের কর্মী সভায় তিনি এ কথা বলেন।

আমান আরও বলেন, অন্য নির্বাচনগুলোতে আওয়ামী লীগ যেভাবে ভোট ডাকাতি করেছে, কারচুপি করেছে, ভোটার শূন্য নির্বাচন করেছে, এখানে সে রকম করতে দেয়া হবে না। প্রয়োজনে এখান থেকেই গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন শুরু হবে। মানুষের ভোটের অধিকার ফেরাতে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে আমরা প্রস্তুত।

ঢাকা-১৮ আসনের উপনির্বাচনের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ফজলুল হক মিলনের পরিচালনায় আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও নির্বাচনের সমন্বয়কারী আবদুস সালাম, হাববুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, নাজিম উদ্দিন আলম, যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব, ঢাকা মহানগর উত্তর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ এফ এম আব্দুল হালিম নকি, সাবেক ছাত্র নেতা হাবিবুর রশিদ হাবিব, রাজিব আহসান, আকরামুল হাসান, মহানগর বিএনপি নেতা এজি এম শামসুল হক, এবিএম আবুর রাজ্জাক।

এ সময় ঢাকা-১৮ আসনের ধানের শীষে প্রার্থী এস এম জাহাঙ্গীর নেতা-কর্মীদের মাঠে থেকে কাজ করার আহ্বান জানান।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com