রাষ্ট্রে গণতন্ত্র নিশ্চিত করতে না পারলে জনগণ ভোগান্তির হাত থেকে মুক্তি পাবে না: গয়েশ্বর

0

বর্তমান পরিস্থিতিতে গণতন্ত্র ফেরানো ছাড়া জনগণের মুক্তি আসবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, জনগণ তার নাগরিক অধিকার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পালন করতে পারবেন, ভোগ করতে পারবেন- এটাকেই বলে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকতা। যতক্ষণ পর্যন্ত এই দেশ, এই রাষ্ট্র গণতন্ত্র নিশ্চিত না করতে পারবে, ততদিন জনগণ ভোগান্তির হাত থেকে মুক্তি পাবে না।

গতকাল জাতীয় প্রেস ক্লাবে জিয়া পরিষদের উদ্যোগে ‘ধর্ষণ ও দুর্নীতির মহোৎসব : বাংলাদেশের ভবিষ্যৎ’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

গয়েশ্বর রায় বলেন, এদেশে সমাজে বা রাষ্ট্রে যে অবক্ষয় চলছে এক দিনে তা আসেনি। এক দিনে যাবেও না। আমিও বলব, কালকে বিএনপি ক্ষমতায় গেলে রাতারাতি এটা শেষ হবে না। তবে এইটুকু বলতে পারি যে, বিএনপি ক্ষমতায় গেলে দেশে গণতান্ত্রিক চর্চা হবে। ধীরে ধীরে সব শ্রেণি-পেশা-বয়স সবার মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধের সৃষ্টি হবে। জনগণের জবাবদিহিতা নিশ্চিত হলেই এই অবক্ষয় দূর হবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com