নারী-শিশু ধর্ষণ রাষ্ট্রীয় অন্যায়, এগুলোর জন্য দায়ী অনির্বাচিত আ.লীগ সরকার: বিএনপি

0

দেশব্যাপী অব্যাহত নারী শিশু ধর্ষণ রাষ্ট্রীয় অন্যায় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। গতকাল সোমবার (১২ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে মুক্তিযোদ্ধা দলের আয়োজিত এক মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, তথ্যমন্ত্রী আপনার ঘর অন্যায় ভরে গেছে। নারী ও শিশু ধর্ষণ নির্যাতন বলাৎকার টাকার পাহাড় এগুলোর জন্য দায়ী সরকার। এই সমস্ত অপরাধীদের অপরাধ সম্পর্কে হাইকোর্টের বিচারাধীন থাকা অবস্থায় এদেরকে ক্ষমা করে দেয়া হয়। আর এজন্যই দেশের বিচার ব্যবস্থার এই অবস্থা।

এসময় বিএনপির সাবেক মেয়র প্রার্থী ইশরাক বলেন, একটা অনির্বাচিত সরকার আমাদের ওপর চেপে বসেছে। এমন কোন অপরাধ নাই যে এসরকার করে নাই। এসব অন্যায়ের অবসান চাই।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com