যারা স্বাধীনতার ঘোষক এবং গণতন্ত্র পুনরুদ্ধারের নেত্রীকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে তারা কুলাঙ্গার

0

সম্প্রতি দেশের সরকারি-বেসরকারি একাধিক টিভি চ্যানেলে প্রচারিত মান্নান হীরার ‘ইনডেমনিটি’ নামক নাটকটিকে ‘চটি নাটক’ আখ্যা দিয়ে এর মাধ্যমে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে উদ্দেশ্যমূলকভাবে খাটো করার অপচেষ্টা ও অপপ্রচার চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

নাটকটির নির্মাতা ও কলাকুশলীদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেছেন, ‘যে সমস্ত কুলাঙ্গার যারা মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের নেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে ‘চটি নাটক’ লিখছেন তাদের উদ্দেশ্যে বলছি, আজকে তো আপনারা টাকা পাচ্ছেন পয়সা পাচ্ছেন, মনে করছেন যে আপনাদের কিছু হবে না। আমি আপনাদেরকে বলে রাখি, এটা (‘ইনডেমনিটি’ নাটক) অনতিবিলম্বে প্রত্যাহার করুন। তা না হলে যেসব টেলিভিশনে এ চটি নাটক প্রচার হবে এবং অন্যান্য যে সমস্ত জায়গায় প্রচার হবে জাতীয়তাবাদী শক্তির জনগণ তাদেরকে ঘেরাও করবে।’

গতকাল সোমবার (২৮ সেপ্টেম্বর) নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে প্রয়োজনীয় ভোগ্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারী ও শিশু অধিকার ফোরাম আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন। 

রিজভী বলেন, ‘একদিকে এমসি কলেজে নির্যাতনের পরে ওই নারী যখন স্বামীর কাছে ফিরে আসেছিলো তখন স্বামীকে জড়িয়ে ধরে তার কান্না আর আর্তচিৎকার আর অন্যদিকে চলছে জন্মদিনের উৎসব। ৭-৮ জন মিলে ওই গৃহবধূর ওপর নির্যাতন করেছে, আর প্রধানমন্ত্রী আপনার হচ্ছে জন্মদিন। সংবাদপত্রের প্রথম পাতা জুড়ে আপনার জন্মদিনের খবর। বাকশাল একদলীয় শাসন হলে যা হয়, আর কারও কোনও খবর নাই।’ 

ক্ষমতাসীন আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নানা অপকর্মের প্রতি আলোকপাত করে তিনি বলেন, ‘আমরা শুধু সেঞ্চুরির কথা শুনি, খালি সেঞ্চুরির কথা। বাংলাদেশ সরকার নানা অঙ্গনে এখন ক্রিকেট খেলছেন আর খালি সেঞ্চুরি মারছেন। পেঁয়াজের দাম গত বছর প্রথমে সেঞ্চুরি, পরে ডাবল সেঞ্চুরি, তারপরে ট্রিপল সেঞ্চুরিতে পৌঁছেছিল। শুধু দ্রব্যমূল্যের সেঞ্চুরি নয়, নারীর সম্ভ্রমহানিতেও সেঞ্চুরির ঐতিহ্য রয়েছে আওয়ামী লীগের ছাত্র সংগঠনের ছাত্রলীগের। ১৯৯৮ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তৎকালীন ছাত্রলীগ নেতা জসিম উদ্দিনের কথা শুনেননি আপনারা? যিনি নারী ধর্ষণে সেঞ্চুরি করেছিলেন।’ 

আয়োজক সংগঠনের সদস্য ও ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারী হেলালের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য দেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ সহ-বিএনপি এবং এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com