শেখ হাসিনা-মোদি বৈঠক ডিসেম্বরে
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আগামী ডিসেম্বরে বৈঠকে বসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। করোনা পরিস্থিতির বিদ্যমান বাস্তবতায় বৈঠকটি ভার্চ্যুয়ালি হবে। তবে পরিবেশ স্বাভাবিক হলে মুখোমুখিও বৈঠকটি হতে পারে। তবে এটি ঢাকা না দিল্লি কোথায় হবে তা সময়ই বলবে। আসন্ন বৈঠক বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রী।