‘প্রতিহিংসায় সরকার বিএনপি নেতাদের কারাগারে পাঠাচ্ছে’
চট্টগ্রামে বিএনপি ও যুবদলের ১৫ নেতাকর্মীকে ২০১৮ সালের দায়ের হওয়া বিভিন্ন মামলায় কারাগারে পাঠিয়েছে মহানগর দায়রা জজ আদালত। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমান এ আদেশ দেন।
কারাগারে যাওয়া নেতাকর্মীরা হলেন, চট্টগ্রাম মহানগর সহ দপ্তর সম্পাদক ইদ্রিস আলী, বিএনপি নেতা ডা. ফরহাদ, রুহুল আমিন, হাসান সওদাগর, মনজুরুল আলম, চট্টগ্রাম মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মন্জুর হোসেন, এরশাদ হোসেন, সহ-সাধারণ সম্পাদক জাফর আহমেদ খোকন, মহানগর যুবদলের সহ-প্রচার সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, সহ-সম্পাদক জাহাঙ্গীর আলম বাবু, পাঁচলাইশ থানা যুবদলের যুগ্ম আহবায়ক মনির হোসেন ভূট্টো, হুমায়ুন কবীর, সদস্য মোহাম্মদ নাছির, ছাত্রদল নেতা ফখরুল ইসলাম শাহীন, স্বেচ্ছাসেবক দল নেতা আকবর হোসেন, খাজা স্বপন। আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট নাজিম উদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর প্রতিবাদের তাৎক্ষণিক প্রতিবাদ সমাবেশ করে নগর বিএনপি।
সমাবেশে নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেন, করোনাকালীন সরকার প্রতিহিংসার বশবর্তী হয়ে বিএনপি নেতাদের কারাগারে পাঠিয়েছে। বর্তমানে করোনা ঝুঁকির মধ্যেই নেতাকর্মীরা কারাগারে দিনাতিপাত করছে। কারাগারে বন্দীদের ধারণ ক্ষমতার চেয়ে বেশি বন্দী থাকার পরেও মিথ্যা মামলায় বিএনপির নেতাদের কারাগারে পাঠাচ্ছে। দিন দিন সরকার হিংস্র আচরণ করছে। সব কিছুর একদিন শেষ হবে, অন্যায় অত্যাচারের দিন শেষে জনগণের সরকার প্রতিষ্ঠা হবেই।
সমাবেশে চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেন, সরকারকে বিএনপি নেতাকর্মীদের নামে যে মামলা করেছে তা প্রত্যাহার করতে হবে। মামলা প্রত্যাহার, জেল জুলুম বন্ধ করা না হলে এর পরিণাম হবে ভয়াবহ।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট আবদুস সাত্তার, সাত্তার সরোয়ার, যুগ্ম সম্পাদক ইয়াছিন চৌধুরী লিটন, মনজুর আলম মনজু, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, হকার সম্পাদক আবদুল বাতেন, সহ-স্ংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, সহ-শ্রম সম্পাদক আবু মুছা, সহ-প্রকাশনা সম্পাদক আবদুল হাই, গ্রাম বিষয়ক সহ-সম্পাদক সালাউদ্দীন লাতু প্রমুখ