সশস্ত্র বাহিনীতে আক্রান্ত ১১৯৭৮, মৃত্যু ১৫৮

0

দেশে প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত সশস্ত্র বাহিনীর ১১ হাজার ৯৭৮ জন (সদস্য/পরিবারবর্গ) আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১৫৮ জন। সুস্থ হয়েছেন ১১ হাজার ১৯৪ জন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আক্রান্ত সশস্ত্র বাহিনীর সদস্য ও পরিবারবর্গের মধ্যে ১১ হাজার ১৯৪ জন সম্পূর্ণ সুস্থ হয়ে নিজ নিজ কর্মস্থলে/আবাসস্থলে প্রত্যাবর্তন করেছেন। বর্তমানে ৬২৬ জন সদস্য বিভিন্ন সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এ পর্যন্ত মৃতদের মধ্যে ১৫ জন কর্মরত, ১২৮ জন অবসরপ্রাপ্ত সামরিক সদস্য এবং ১৫ জন কর্মরত অসামরিক সদস্য রয়েছেন।

গত ১২ সেপ্টেম্বর থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত সশস্ত্র বাহিনীর ৬৪৭ জন সদস্য ও তাদের পরিবারবর্গ কোভিড-১৯ রোগে আক্রান্ত হন। এই সময়ে একজন কর্মরত সেনাসদস্য, দুইজন কর্মরত অসামরিক সদস্য এবং সাতজন (৬৫ বছরের ঊর্ধ্বে) অবসরপ্রাপ্ত সদস্যসহ মোট ১০ জন সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com