১০৪ বছর বয়সী কিরণ বালার পাশে ডা: শফিকুর রহমান
মাগুরা জেলার শ্রীপুর উপজেলার এক অসহায় মহিলা কিরণ বালা মণ্ডল। বয়স ১০৪ বছর। জীবনের এতোগুলো বছর পেরিয়ে তিনি অসহায় অবস্থায় দিনাতিপাত করছিলেন। তার থাকার কোনো ব্যবস্থা ছিল না। খবরটি আমীরে জামায়াত ডা: শফিকুর রহমানের কানে আসে।
তিনি মহিলাটির জন্য একটি ঘর নির্মাণের উদ্যোগ নেন। যথারীতি ঘরটি নির্মিত হয়। ৫ সেপ্টেম্বর শনিবার আমীরে জামায়াত ডা: শফিকুর রহমান ছুটে যান মাগুরা জেলার শ্রীপুর উপজেলায়। মহিলাটি তাকে পেয়ে আবেগে উদ্বেলিত হয়ে উঠেন। তার আনন্দ আর উচ্ছাস কান্নায় রূপান্তরিত হয়ে এক আবেগময় পরিবেশের অবতারণা করে। মহিলাটির কোনো ছেলে সন্তান নেই। তার দু’টি মেয়ে আছে। আমীরে জামায়াত তার নাতি মনি কুমার বিশ্বাসের কর্মসংস্থানের জন্য আর্থিক সহায়তা দেন।
এ সময় তার সাথে ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
প্রেস বিজ্ঞপ্তি