যুবদল মহানগর উত্তরের তথ্য ফরম বিতরণ শুরু
জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তরকে আরও শক্তিশালী ও সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে থানা ভিত্তিক “তথ্য ফরম”বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে থানা ভিত্তিক “তথ্য ফরম”বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এসময় জাতীয়তাবাদী কেন্দ্রীয় যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, সিনিয়র সহ-সভাপতি মুরতাজুল করিম বাদরু সাংগঠনিক সম্পাদক মামুন হাসান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, যুবদল ঢাকা মহানগর উত্তরের সভাপতি ও কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি এস এম জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শরিফ উদ্দিন জুয়েলসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।