অনির্বাচিত আ.লীগ সরকারকে আন্দোলনের মাধ্যমে তাঁড়াতে হবে: মির্জা আব্বাস
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, আমি স্পষ্টভাষায় বলতে চাই, জিয়া পরিবার ছাড়া বাংলাদেশে বিএনপির রাজনীতির কোনো অতিত্ব থাকবে না। সুতরাং এই পরিবারকে আমাদের লালন করতে হবে।
গতকাল বুধবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারাবন্দি দিবসে এক ভার্চুয়াল আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, এখনো আমাদের মধ্যে আমি দলের কথা বলছি না, আমি বলছি যে, বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে এখনো অনেক বেঈমান রয়ে গেছে যারা শেখ হাসিনা ওয়াজেদকে টিকে থাকতে সাহায্য করছে। শুধুমাত্র সরকারের সংস্থা নয়।
মির্জা আব্বাস বলেন, আমাদের সেদিকেও একটু খেয়াল রাখতে হবে। দলকে ঐক্যবদ্ধভাবে সুসংগঠিত করে আমরা আন্দোলনে যাবো। কর্তৃত্ববাদী সরকারকে আন্দোলন ছাড়া সরানো যাবে না, দলকে সুগঠিত করার প্রয়োজন রয়েছে। আমরা আশা করছি, সুগঠিত দলের মাধ্যমেই আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে আন্দোলনের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বের করে নিয়ে আসব।
সভায়, খালেদা জিয়ার দীর্ঘায়ু ও জিয়া পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য কামনা করে তিনি।