সুস্থ রাজনৈতিক সংস্কৃতি ফিরিয়ে আনতে ঐক্যবদ্ধ হয়ে আমাদের আন্দোলন করতে হবে: মওদুদ

0

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেন, ‘আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া একটা অহেতুক বানোয়াট মামলায় সাজাপ্রাপ্ত হয়েছেন।দুই বছর তাকে কারাগারে রেখেছিলো। এখন তার সাজা স্থগিত রেখে তাকে বাড়িতে রেখেছেন। কিন্তু অন্তরীন থাকার মতোই। তিনি সম্পূর্ণভাবে মুক্ত নন। আমাদেরকে চেষ্টা করতে হবে তাকে সম্পূর্ণভাবে মুক্ত করা। এটা আমাদের একটা অন্যতম কর্তৃব্য হবে বা লক্ষ্য হবে বেগম খালেদা জিয়াকে সম্পূর্ণভাবে মুক্ত করে আমাদের মাঝখানে নিয়ে আসা।’

লন্ডন থেকে তারেক রহমান বিএনপিকে নেতৃত্ব দেয়ায় তার ভুয়সী প্রশংসাও করেন মওদুদ।

বিএনপিকে ভয় পায় বলে সরকার প্রধানসহ নেতারা বিএনপি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিরুদ্ধে মিথ্যাচার করে নতুন প্রজন্মকে বিভ্রান্ত করছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, এই অবস্থা থেকে উত্তরণে আন্দোলনের কোনো বিকল্প নেই উল্লেখ করে স্থায়ী এই সদস্য বলেন, ‘কর্তৃত্ববাদী সরকারের পতন হবে। তবে এই পতন নিজের থেকে হবে না। অন্য কেউ এসে করে দেবে না। এই পরিবর্তন আমাদেরকেই করতে হবে, দেশে গণতন্ত্র আমাদেরকে ফিরিয়ে আনতে হবে।’

এছাড়াও তিনি বলেন, ‘শহীদ জিয়াউর রহমানের গণতন্ত্র, বেগম খালেদা জিয়ার সংসদীয় গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য, আইনের শাসন ফিরিয়ে আনার জন্য, দেশে একটি সুস্থ রাজনৈতিক সংস্কৃতি ফিরি্রে আনার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এবং আন্দোলন করতে হবে। আমাদেরকে প্রয়োজনে আরো ধরয্য ধরতে হবে কিন্তু আন্দোলন ছাড়াই এই কর্তৃত্ববাদী সরকারের পতনের কোনো বিকল্প আছে বলে আমি মনে করি না।’

গতকাল মঙ্গলবার দলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক ভার্চুয়াল আলোচনায় সভায় তিনি এসব কথা বলেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com