আ.লীগের নষ্টামিগুলোকে নিশ্চিত করার জন্য ওবায়দুল কাদেররা নোংরা কথা বলছে: রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব বলেন, শেখ হাসিনার একটাই আতঙ্ক জনগণের বিস্ফোরণ এবং ভোটকেন্দ্রে ভোটাররা যায় তাহলে উনারা তো টিকে থাকতে পারবেন না। রাষ্ট্রযন্ত্র পুরোটাই ব্যবহার করা হয় ভোটের বিরুদ্ধে। সিস্টেমটা হয় ভোটের একটা তারিখ থাকে। ওইদিন ভোটের বিরুদ্ধে রাষ্ট্রশক্তিকে ব্যবহার করা হয়। আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত থাকে সরকার যেটা চায় সেটা পরিপূর্ণ করার জন্য।
বিএনপি নির্বাচনে হারার আগেই হেরে যায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের প্রতিক্রিয়ায় রহুল কবির রিজভী বলেন, আমরা যদি হারার আগেই হেরে যাই, তাহলে উনারা কেন রাষ্ট্রক্ষমতাকে কব্জা করেন। জনগণ কী রায় দেবেন সেটার অপেক্ষা না করে নিজেদেরকে আগেই বিজয়ী ঘোষণা করেন।
রিজভী বলেন, নির্বাচন নিয়ে আওয়ামী লীগ যে নষ্টামি করছে সেই নষ্টামিগুলোকে নিশ্চিত করার জন্য ওবায়দুল কাদের সাহেবরাই এই সমস্ত নোংরা কথা বলছেন। আওয়ামী লীগ নির্বাচনে হেরে যায় বলেই দিনের ভোট রাতে করে। এখন তো আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে ব্যালট বাক্স পূরণ করলেই তো নিজেরা বিজয়ী হওয়া যায় অবৈধভাবে।
সোমবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে রিজভী এসব বলেন।