আইসিসির সিদ্ধান্ত যাই হোক আমরা সাকিবের পাশে থাকবো’
সাকিব আল হাসানের বিষয়ে জানতে আজকের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) চিঠি দেয়া হবে। তবে আইসিসি’র সিদ্ধান্ত যাই হোক আমরা তার পাশে থাকবো বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।
মঙ্গলবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।তিনি বলেন, সাকিবের বিষয়টি নিয়ে আমি ক্রিকেট বোর্ডের সঙ্গেও কথা বলেছি। পাশাপাশি আমি অনেক লোকদের সঙ্গেও কথা বলেছি।