ভোটকেন্দ্রে জনগণের ফ্লো তৈরি হলে আ.লীগের উনারা টিকতে পারবেন না: রিজভী

0

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ভোটকেন্দ্রে জনগণের একটা ফ্লো তৈরি হলে উনারা টিকতে পারবেন না। সেই কারণে রাষ্ট্রযন্ত্রকে তারা সর্বোচ্চ প্রয়োগ করে এবং কখনো কখনো সেটা তো স্বস্তি না পেয়ে পার্সোনালি শারীরিকভাবে আঘাত করে, তার শিকার হয়েছিলেন আমার পাশে বসে থাকা হাবিবুর রহমান হাবিব ভাই।

সোমবার দুপুরে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে পাবনা-৪ আসনের উপ-নির্বাচনে দলের মনোনয়নপ্রত্যাশী হাবিবুর রহমান হাবিব মনোনয়ন ফরম জমা দিলে উপস্থিত সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, আমাদের চিরাচারিত ভোট, নির্বাচন, গণতন্ত্র এটা পাল্টে দেয়া হয়েছে। এখন তো দিনের ভোট হয় রাতে। ভোটাররা তো সেখানে যান না, নির্বাচনের দিন সেখানে বিচরণ করে চতুষ্পদী প্রাণী। এই ঐতিহ্য তৈরি করেছে আওয়ামী লীগ। পাবনাতে কতটুকু সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে সেটা বলা খুব মুশকিল।’

বিএনপি’র এই নেতা বলেন, ‘রাষ্ট্রশক্তি, রাষ্ট্রযন্ত্র পুরোটাই ব্যবহার করা হয় ভোটের বিরুদ্ধে। সিস্টেমটা হয় ভোটের একটা তারিখ থাকে কিন্তু ভোটের দিন ভোটের বিরুদ্ধে পুরোটাই রাষ্ট্রশক্তিকে ব্যবহার করা হয়। আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত থাকে, সরকার যেটা চায় সেটা পরিপূর্ণ করার জন্য।’
তিনি বলেন, ‘বিএনপি পাবনা ৪-এ নির্বাচনে অংশগ্রহণ করার ঘোষণা দিয়েছে আন্দোলনের অংশ হিসেবে। আমরা এর মধ্য দিয়ে আমাদের স্পেসকে বাড়ানোর চেষ্টা করব এখানে বাধা দিলে সেই বাধাকে অতিক্রম করে ভোটকেন্দ্রে ভোটারদের যাতে করে নিয়ে যাওয়া যায় সেই সাহস নিয়ে যিনি আমাদের প্রার্থী হবেন তিনি কাজ করবেন।’

বিএনপি নির্বাচনে হারার আগেই হেরে যায় সকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপি এই শীর্ষ নেতা বলেন, আমরা যদি হারার আগেই হেরে যাই তাহলে উনারা কেন রাষ্ট্রক্ষমতাকে কব্জা করে তারা পরাজিত হওয়ার আগেই নিজেদেরকে বিজয়ী ঘোষণা করেন। জনগণ কী রায় দেবেন সেটার অপেক্ষা না করে নিজেদেরকে আগেই বিজয়ী ঘোষণা করেন ওই পদ্ধতিগুলো অবলম্বন করে অর্থাৎ দিনের ভোট রাত্রে করে অথবা ভোটারদেরকে ভোটকেন্দ্রে না আসতে দিয়ে তারা আগেই যেটা সেট করে রাখে যাদের যাদেরকে বিজয়ী করবে তাদের দলের লোককে সেটা করে রাখে। ২০০৯ সালের পর থেকে যতগুলো জাতীয় সংসদ নির্বাচন হয়েছে, স্থানীয় সরকার নির্বাচন গুলোতেও তারা এইসব করে আসছে। কারণ ওনারা যাদেরকে নমিনেশন দেবে সেই তো এমপি ওনাদের তো ভোটের দরকার নেই, তারা সেট করে রাখে আমরা এনাকে এমপি করে নিয়ে আসবো, এমপি বানানোর জন্য যে প্রতিযোগিতা যে প্রক্রিয়া তার সবগুলোকে বিদায় করে দিয়েছে। তারা যেটা সিলেকশন দেবে নির্বাচন কমিশন সেটাকে ডিক্লেয়ার করে দেবে। আমাদেরটা হচ্ছে শেষ পর্যন্ত লড়াই করা। হাবিবুর রহমান হাবিব একজন জাতীয় পর্যায়ের নেতা। তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষতবিক্ষত শরীর নিয়ে শেষ দিন পর্যন্ত লড়াই করে পাবনা থেকেছেন।

তিনি বলেন, ‘আমাদের দল থেকে যেই নমিনেশন পাক না কেন তিনি শেষ দিন পর্যন্ত লড়াই করবেন। আওয়ামী লীগের ক্যাডারদেরকে অস্ত্র দেয়া হচ্ছে তারা ধারালো অস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে।’

তিনি আরো বলেন, ‘নির্বাচনকে নিয়ে আওয়ামী লীগ যে নষ্টামি করছেন সেই নষ্টামিগুলোকে নিশ্চিত করার জন্য ওবায়দুল কাদের সাহেব এই সমস্ত নোংরা কথা বলছেন। আওয়ামী লীগ নির্বাচনে হেরে যান বলেই দিনের ভোট রাত্রে করে।

এ সময় আরো উপস্থিত ছিলেন পাবনা ৪-এ বিএনপির মনোনয়নপ্রত্যাশী প্রার্থী ও দলটির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, দলটির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আযাদ সহ-প্রচার সম্পাদক আসাদুল করিম শাহীন মৎস্যজীবী দলের সদস্য সচিব আবদুর রহীম প্রমুখ।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com