আওয়ামী লীগ ভারতের কাছে সার্বভৌমত্ব বিক্রি করেছে: ডাঃ জাফরুল্লাহ
গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাষ্টি ডাঃ জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ ভারতের কাছে বাংলাদেশের সার্বভৌমত্ব বিক্রি করে ক্ষমতায় টিকে আছে। ট্রান্সশীপমেন্টের নামে করিডোর প্রদান করেছে। ভারতীয় পরাষ্ট্র সচিব হর্ষবর্ধন শিংলার সফর নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। আওয়ামী লীগ দেশের গনতন্ত্র ও ভোটাধিকার হরন করে লুটপাটের মহোৎসব করছে। তিনি বলেন চীনের করোনা প্রতিশোধক আরো আগে পরিক্ষা করার সুযোগ দেয়া উচিত ছিল।
তিনি আজ (শনিবার) বিকাল সাড়ে ৪ টায় জাতীয় প্রেসক্লাবে কাজী জাফরের পঞ্চম মৃত্যুবার্ষীকিতে আলোচনা সভায় একথা বলেন।
জাতীয় পার্টির সভাপতি মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বাংলাদেশ লেবার পার্টির ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান, জাগপা সভাপতি খন্দকার লুৎফর রহমান, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মাওলানা রুহুল আমিন, এডভোকেট শফিউদ্দিন ভুইয়া, আলহাজ্ব সেলিম মাস্টার, যুগ্ম-মহাসটিব এডভোকেট এএসএম শামিম ও মহসিন সরকার প্রমুখ।