ওয়ার্কার্স পার্টির দশম কংগ্রেস নভেম্বরে

0

জেটিভি রিপোর্ট
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির দশম কংগ্রেস আগামী নভেম্বরে অনুষ্ঠিত হবে। এর আগে অক্টোবরের মধ্যে জেলা সম্মেলন ও ১৫ আগস্টের মধ্যে পার্টির সভ্য পদ নবায়ন করা হবে।

রোববার (২৩ জুন) পার্টির সভাপতি রাশেদ খান মেননের সভাপতিত্বে তোপখানা রোডস্থ ‘ফেনী সমিতি মিলনায়তনে’ অনুষ্ঠিত সভায় ২, ৩, ৪ ও ৫ নভেম্বর ২০১৯ ঢাকায় পার্টির দশম কংগ্রেস অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয়া হয়েছে। কংগ্রেসের লক্ষ্যে রাজনৈতিক প্রস্তাব, রাজনৈতি সাংগঠনিক রিপোর্ট ও গঠনতন্ত্র সংশোধনী বিষয়ে দলিল উপস্থাপন করেন দলের সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা।

অপরদিকে দলিল সমূহের উপর কেন্দ্রীয় কমিটির সদস্যগণের বিস্তারিত আলোচনা শেষে কংগ্রেসে দলিলসমূহ গৃহীত হয়।

কংগ্রেসের রীতি অনুয়ায়ী গৃহীত দলিলসমূহ আলোচনা ও মতামত গঠনের জন্য সমস্ত পার্টিতে যাবে। শাখা ও জেলা সম্মেলনে পার্টি সভ্যগণ তাদের মতামত সংগঠিত করবেন।

দুই দিনব্যাপী সভায় আলোচনায় অংশ নেন পার্টির পলিটব্যুরো সদস্য বিমল বিশ্বাস, আনিসুর রহমান মল্লিক, সুশান্ত দাস, ইকবাল কবির জাহিদ, নুর আহমদ বকুল, কামরূল আহসান, কেন্দ্রীয় সদস্য হাজী বশিরুল আলম, অনিল বিশ্বাস, নজরুল হক নিলু, নজরুল ইসলাম, অ্যাডভোকেট নজরুল ইসলাম, নজরুল ইসলাম হাক্কানী, জ্যোতি শংকর ঝন্টু, অ্যাডভোকেট আবু হানিফ, অ্যাডভোকেট জোবায়দা পারভীন, শরীফ শমসির, রফিকুল ইসলাম, দিপংকর সাহা দিপু, আবু সাঈদ মিয়া, তুষার কান্তি দাস, জাকির হোসেন রাজু, অ্যাডভোকেট ফিরোজ আলম, মোস্তফা আলমগীর রতন, সাব্বাহ আলী খান কলিন্স প্রমুখ।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com