বিএনপি নেতা রুস্তম আলীর মৃত্যুতে মির্জা ফখরুলের শোক

0

ঝালকাঠি জেলা জাতীয়তাবাদী কৃষক দলের আহ্বায়ক, জেলা বিএনপি’র সহ-সভাপতি ও কৃষক দল কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য রুস্তম আলী চাষী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার ঝালকাঠি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। 

রুস্তম আলী চাষীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এক শোকবার্তায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল রুস্তম আলী চাষীকে বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শনের একজন বলিষ্ঠ অনুসারী উল্লেখ করে বলেন, ‘একজন দক্ষ সংগঠক হিসেবে তিনি কৃষক দল ঝালকাঠি জেলা শাখা ও জেলা বিএনপিকে শক্তিশালী ও গতিশীল করতে নিবেদিতপ্রাণ হয়ে কাজ করে গেছেন। তার মৃত্যুতে ঝালকাঠি জেলা জাতীয়তাবাদী কৃষক দল ও জেলা বিএনপির যে ক্ষতি হলো তা সহজে পূরণ হবার নয়।’

শোকবার্তায় তিনি বলেন, ‘এছাড়া দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলন-সংগ্রামে রুস্তম আলীর ভূমিকা ছিল প্রশংসনীয়। তার মৃত্যুতে আমি তার শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন করছি। দোয়া করি, মহান আল্লাহ রাব্বুল আলামীন যেন মরহুমের বেহেস্ত নসীব করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদেরকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন। আমি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকে ম্রিয়মান পরিবারবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com