রাকেশ রহমানের বাংলাদেশ লেবার পার্টি থেকে অব্যাহতি
আমি রাকেশ রহমান আমার ব্যাক্তিগত কারনে বর্তমানে বাংলাদেশের রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি। আমি লেখক হিসেবে সকলের ভালোবাসায় ছিলাম এবং এখনও আছি ।পাশাপাশি বাংলাদেশের রাজনৈতিক দল প্রথমে এনডিপি ও পরে বাংলাদেশ লেবার পার্টির সাথে জড়িত হই এবং বাংলাদেশ লেবার পার্টির যুগ্ম মহাসচিব হিসেব ছিলাম । আজ থেকে আমি বাংলাদেশ লেবার পার্টি থেকে অব্যাহতির পাশাপাশি বাংলাদেশের রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি। আমি অনেক চিন্তার পর এই সিদ্ধান্তে উপনিত হই এখন থেকে লেখক হিসেবেই থাকবো কোন রাজনৈতিক কর্মকান্ডে নিজেকে জড়াতে আর চাচ্ছি না কারন এতে আমার লেখালেখির চরম ক্ষতি হয়ে কমে শূন্যের কোঠায় দাড়াচ্ছে । সুতরাং আমার দ্বারা রাজনৈতিক কর্মকান্ড করা অসম্ভব হয়ে দাড়িয়েছে তাই আশা করবো আমার পদে অন্য কেউ হয়তো দলের জন্য বেশি সফলতা বয়ে আনবে।
ধন্যবাদন্তে রাকেশ রহমান লেখক ও কলামিস্ট। লন্ডন থেকে।