মালয়েশিয়ায় হাসপাতাল মর্গে বাংলাদেশির লাশ

0

জেটিভি ডেস্ক: মালয়েশিয়ার সুঙ্গাইবুলু হাসপাতাল মর্গে এক মাস ধরে পড়ে আছে কামরুল ইসলাম (২৬) নামে এক বাংলাদেশির মরদেহ। এখন পর্যন্ত তার অভিভাবক খুঁজে না পাওয়ায় মরদেহ দেশে পাঠানো যাচ্ছে না বলে জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।

এ বিষয়ে সুঙ্গাইবুলু জেলখানা থেকে পত্রের মাধ্যমে বাংলাদেশ হাইকমিশনকে জানানো হয়েছে।

জানা যায়, নিহত কামরুল ইসলাম বাংলাদেশের আনারুল ইসলামের ছেলে। মালয়েশিয়ার সুঙ্গাইবুলু হাসপাতালে চিকিৎসাধীন মৃত্যুবরণ করেন কামরুল। কিন্তু মৃত ব্যক্তিকে বাংলাদেশি হিসেবে পত্রে উল্লেখ করলেও জেল কর্তৃপক্ষ মৃতের পাসপোর্ট অথবা পরিচিতজনের তথ্য দিতে পারেনি।

এদিকে গত ১ জুলাই মালয়েশিয়ার বাংলাদেশ দূতাবাসের শ্রম শাখার প্রথম সচিব মো. হেদায়েতুল ইসলাম মণ্ডল স্বাক্ষরিত এক নোটিশ প্রচার করা হয়েছে।

নোটিশে বলা হয়েছে, নাগরিকত্ব নিশ্চিত এবং মরদেহের দাবিদার না পাওয়া পর্যন্ত কামরুল ইসলামের মরদেহ দেশে পাঠানো সম্ভব নয়। এমতাবস্থায় মৃত ব্যক্তির বিষয়ে হাইকমিশন পরিচয় নিশ্চিত করতে অনুন্ধান চলছে।

পাশাপাশি পরিচিতজন বা স্বজন মৃত কামরুল ইসলামের মরদেহ শনাক্তে হাইকমিশনে যোগাযোগ করতে বলা হয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com