‘গ্রেনেড হামলার দায় খালেদার হলে, বিডিআর হত্যাকাণ্ডের দায় শেখ হাসিনার’: রিজভী

0

একুশে আগস্ট গ্রেনেড হামলার দায় খালেদা জিয়ার হলে পিলখানার বিডিআর সদরদপ্তরের হত্যাকাণ্ডের দায়ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর বর্তায় বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

রবিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।

রিজভী বলেন, ‘তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেছেন- একুশে আগস্ট গ্রেনেড হামলার দায় খালেদা জিয়ারও। তাহলে আমিও বলি- ২০০৯ সালে পিলখানা বিডিআর সদরদপ্তরের হত্যাকাণ্ডের দায়ও বর্তায় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার। কারণ তিনি সরকারের নেতৃত্বে ছিলেন।’

তিনি বলেন, ‘একুশে আগস্ট সংক্রান্ত মামলায় ছয়বার তদন্তকারী কর্মকর্তা বদল করা হয়েছে। সর্বশেষ ২০০৯ সালে আওয়ামী লীগের ঘরের ছেলে কাহার আকন্দকে অবসর থেকে ডেকে নিয়ে এসে এই মামলায় তদন্তকারী কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়।’

বিএনপি মুখপাত্র বলেন, ‘আওয়ামী লীগের আন্দোলনের ফসল মইনুদ্দীন-ফখরুদ্দীনের সরকারের সময়ও তদন্ত শেষে অভিযোগপত্রে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দের নাম অন্তর্ভুক্ত ছিল না। অর্থাৎ আওয়ামী লীগ ক্ষমতায় এসে একুশে আগস্ট বোমা হামলার মামলাকে রাজনীতিকীকরণ করেছে।’

‘এই ঘটনায় স্পষ্টভাবে উপলব্ধি করা যায় আওয়ামী সরকার প্রকৃত কুশীলবদের আড়াল করতে চেয়েছে। প্রকৃত সত্যকে ঢাকতে চেয়েছে’ যোগ করেন তিনি।

রিজভী বলেন, “যারা বোমা হামলা করেছে তারা আওয়ামী লীগেরই দোসর যা বোমা হামলার ঘটনা ও পরবর্তীতে আওয়ামী প্রভাবিত মামলার কার্যক্রমে প্রমাণিত হয়। এই কারণেই তারা ‘ক্যালকুলেটেড’ বোমা হামলা করেছে।’

‘তাদের সমর্থক দেশি-বিদেশি এজেন্টরাই এই ভয়াবহ হামলার সঙ্গে জড়িত বলে জনগণ বিশ্বাস করে। উদ্দেশ্য ছিল আওয়ামী লীগের প্রতি জনগণের সহানুভূতি সৃষ্টি করা এবং বিএনপি সরকারের ভাবমূর্তি নষ্ট করা’ যোগ করেন তিনি।

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব বলেন, ‘খালেদা জিয়া ও তারেক রহমানসহ বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের আরেকটি উদ্দেশ্য হচ্ছে- অর্থনৈতিকভাবে দেউলিয়া হওয়া দেশের কথা যেন কেউ জানতে না পারে। অর্থবছরের শুরুতেই গত ৪৩ দিনে বাজেট ঘাটতি মেটাতে সরকার ব্যাংক ব্যবস্থা থেকে ১১ হাজার কোটি টাকা ঋণ নেয়।’

‘এতেই প্রমাণিত হয় সরকারের রাজকোষ শূন্য হয়ে গেছে। …মেগা প্রজেক্টসহ তথাকথিত উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা আওয়ামী লীগের তৃণমূল থেকে জাতীয় পর্যায়ের নেতাকর্মীরা বিদেশে পাচার করেছে’ যোগ করেন তিনি।

প্রতিদিন সংবাদপত্রের পাতায় টাকা পাচারকারী একেকজন আওয়ামী নেতার ছবি প্রকাশিত হচ্ছে জানিয়ে রিজভী বলেন, ‘জেলা পর্যায়ের ছাত্র নেতারা যদি হাজার হাজার কোটি টাকা পাচারের সঙ্গে যুক্ত থাকে, তাহলে জাতীয় পর্যায়ে ক্ষমতাসীন গোষ্ঠীর লোকেরা কত টাকার সমুদ্রে ভাসছেন সেটা এখন জানার বাকি।’

তিনি বলেন, ‘জনগণের অর্থ কীভাবে আওয়ামী শাসকগোষ্ঠী লোপাট করেছে তার নতুন নতুন লোমহর্ষক তথ্য বেরিয়ে আসছে।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com