বিএনপি ক্ষমতায় গেলে জনগণকে ভয় দেখানো সব আইন বাতিল করা হবে: বিএনপি

0

বিএনপি ক্ষমতায় গেলে জনমনে ভীতি তৈরি করা সব আইন বাতিল করা হবে উল্লেখ করে বিএনপির মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যে সমস্ত আইন মানুষের অধিকারকে খর্ব করে; আমরা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রপরিচালনা করার দায়িত্ব পাই; তাহলে সেগুলোকে আমরা বাতিল করবো। বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে সারাবিশ্বে আলোচিত। আমরা মনে করি, অবিলম্বে এই আইনটি বাতিল করা উচিত।

গতকাল শুক্রবার (১৪ আগস্ট) বেলা সাড়ে ১১টায় এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলে সরকারের কাছে বিএনপির পক্ষ থেকে চিঠি দেয়ার কথাও জানান মির্জা ফখরুল ইসলাম।

ডিজিটাল নিরাপত্তা আইন’র জন্য সাংবাদিকরা স্বাধীনভাবে লিখতে পারছেন না মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, ‘মানবাধিকার সংস্থার তথ্য মতে, ডিজিটাল নিরাপত্তা আইনের আর্টিকেল-১৯ এ মামলার হিসাব অনুযায়ী, এ বছরের ২২ জুন পর্যন্ত মোট মামলা হয়েছে ১০৮টি। এ সব মামলায় মোট আসামি করা হয়েছে ২০৪ জনকে। তাদের মধ্যে সাংবাদিক ৪৪ জন, আর অন্য পেশার ১৬০ জন। এই হিসাবে প্রায় ২৫ ভাগ আসামিই সাংবাদিক।’

তিনি বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইনে এ বছরের জানুয়ারিতে ১০টি মামলা হয়েছে। ফেব্রুয়ারিতে ৯টি, মার্চে ১৩টি, এপ্রিলে ২৪টি, মে-তে ৩১টি এবং জুনের ২২ তারিখ পর্যন্ত ২১টি মামলা হয়েছে। ইতোমধ্যে ১২ জন সাংবাদিক ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার হয়েছেন।’

মানবাধিকার সংগঠন ‘অধিকার’ এর তথ্য মতে, এ বছরের জুন পর্যন্ত ডিজিটাল নিরাপত্তা আইনে ১৫৩ জনের বিরদ্ধে মামলা করে হয়রানি করা হয়েছে বলে জানান মির্জা ফখরুল।

মির্জা ফখরুল বলেন, ‘২০১৯ সালে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে ৬৩টি। ২০১৮ সালে ডিএসএ এবং আইসিটি অ্যাক্ট মিলিয়ে মামলা হয়েছে ৭১টি। বিশ্লেষণে দেখা যায়, ২০১৯ সালে এক বছরে মোট মামলা হয়েছে ৬৩টি। আর এ বছরের প্রথম ছয় মাসেই মামলা হয়েছে ১০৮টি।’

সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের তথ্য মতে বাস্তব চিত্র আরও ভয়াবহ দাবি করে মির্জা ফখরুল বলেন, ‘অনেক মামলার খবর সংবাদমাধ্যমে প্রকাশ হয় না। তাই মানবাধিকার সংগঠনগুলোও তার খোঁজ পায় না। বাংলাদেশের একমাত্র সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের হিসাব অনুযায়ী, এই বছরের মার্চ পর্যন্ত ডিজিটাল আইনে মামলা হয়েছে মোট ৩২৭টি। জানুয়ারিতে ৮৬টি; এর মধ্যে থানায় ৪১টি এবং আদালতে ৪৫টি। ফেব্রুয়ারিতে ১১৯টি; এর মধ্যে থানায় ৯৫টি এবং আদালতে ৩৪টি। মার্চে ১২২টি; এর মধ্যে থানায় ৭৫টি এবং আদালতে ৩৭টি।’

তিনি আরও বলেন, ‘সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের তথ্য মতে, ২০১৯ সালে মোট মামলা হয়েছে এক হাজার ১৮৯টি; এর মধ্যে থানায় ৭২১টি এবং আদালতে ৪৬৮টি। ২০১৩ সাল থেকে এ পর্যন্ত ৫৫০টির মতো মামলা নিষ্পত্তি হয়েছে। এ পর্যন্ত বিচারাধীন মামলা আছে এক হাজার ৯৫৫টি; এর মধ্যে থানায় দায়ের করা হয়েছে এক হাজার ৬৬৮টি এবং আদালতে ২৮৭টি। ৫৫টি মামলা হাইকোর্টের নির্দেশে স্থগিত আছে।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com