কুমিল্লার কারাগারে টাকার বিনিময়ে নকল আসামি!

0

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার আনোয়ার হোসেন। আটটি মাদক মামলায় অভিযুক্ত ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত আসামি। কিন্তু টাকার বিনিময়ে আত্মসমর্পণ করে তার পরিবর্তে জেলে আছেন বরুড়া উপজেলার নকল আসামি হানিফ। 

সোমবার (১০ আগস্ট) জামিন শুনানির সময় নকল আসামির বিষয়টি জানাজানি হয়। পরে আদালত ওই মামলার জামিন শুনানি মুলতবি করেন। এ ঘটনায় আদালত পাড়ায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আদালত ও পুলিশ সূত্রে জানা যায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত আসামি ছিলেন আনোয়ার হোসেনর একটি মাদক মামলায় ২০১৯ সালের ৮ জুলাই আদালতে আত্মসমর্পণ করেন  নকল আসামি জেলার বরুড়ার হানিফ। এ সময় ওই নকল আসামির জামিন না মঞ্জুর করে আদালত জেল হাজতে পাঠান। গতকাল সোমবার জেলা ও সেশন জজ আদালতে সেই মামলার জামিন শুনানির সময় ঘটে বিপত্তি। এ সময় সরকার পক্ষের আইনজীবী পিপি জহিরুল ইসলাম সেলিম আদালতকে জানান, ‘প্রকৃত আসামি আনোয়ার হোসেনের পরিবর্তে নকল আসামি হানিফ আত্মসমর্পণ করেছিলেন, নকল আসামি কারাগারে রয়েছেন।’ এ সময় আদালত মুলতবি ঘোষণা করা হয়। তিনি আরও বলেন, আনোয়ার হোসেন টাকা দিয়ে বরুড়া উপজেলার বড় হাঙ্গিনীর মৃত মনু মিয়ার ছেলে হানিফকে আত্মসমর্পণ করিয়েছিলেন। জামিন শুনানির জন্য আদালত মামলাটি আবারও সদর কোর্টে পাাঠান। এদিকে বিষয়টি জানার পর আসামি পক্ষের আইনজীবী মামলা পরিচালনা থেকে অব্যাহতি নেন। মামলার বাদী কুমিল্লার ডিবির তৎকালীন এসআই নন্দন চন্দ্র সরকার বলেন, গত ২০১৯ সালের ১৩ জুলাই মাদক ব্যবসায়ী হেলাল ওরফে মুরগী হেলালকে ২ কেজি গাঁজাসহ আটক করি। পরে আটক আসামি হেলাল জানায় তার সঙ্গে আরেক মাদক ব্যবসায়ী আনোয়ার ছিল। এ বিষয়ে তখন কোতয়ালি থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়। ওই মামলায় পলাতক রয়েছে আসামি আনোয়ার হোসেন। 

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com