দেশের কোনো পিতা হয় না, মহাত্মা গান্ধী প্রসঙ্গে কঙ্গনা

0

বিজেপির সংসদ সদস্য বলিউড অভিনেত্রী কঙ্গনা রনৌত। রাষ্ট্রসহ নানা ইস্যুতে সরব থাকেন তিনি। কথা বলেন। তার অধিকাংশ মন্তব্য নিয়েই হয় বিতর্ক। ফলে বলিউডে ‘বিতর্ক’ আর ‘কঙ্গনা’ যেন সমার্থক শব্দ! বিতর্কে থাকাটা তিনি রীতিমতো অভ্য়াস বানিয়ে ফেলেছেন কঙ্গনা।

বুধবার (২ অক্টোবর) গান্ধীজয়ন্তীর দিনে ইনস্টাগ্রামে একটি স্টোরি পোস্ট করেন অভিনেত্রী। তিনি লেখেন, ‘দেশের কোনো পিতা হয় না, লাল (সন্তান) হয়, ধন্য এই ভারতমাতার সন্তানরা।’

এই পোস্টে কঙ্গনা অবশ্য ভারতের সাবেক প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর ১২০তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধাও নিবেদন করেছেন।

তবে এখানেই শেষ নয়! আরও একটি ইনস্টাগ্রাম পোস্ট করেছেন অভিনেত্রী। যেখানে তিনি মহাত্মা গান্ধীর স্বচ্ছতার উত্তরাধিকার বহন করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কৃতিত্ব দিয়েছেন। এতেই চটেছেন অনেকে! এমনকি কঙ্গনার এই পোস্ট দেখে রাজনৈতিক মহলেও উত্তেজনা চরমে।

মানুষ এত বদনাম করেছে যে আমার বিয়ে হচ্ছে না: কঙ্গনামানুষ এত বদনাম করেছে যে আমার বিয়ে হচ্ছে না: কঙ্গনা
কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাতে তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, ‘বিজেপি সাংসদ কঙ্গনা মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকীতে তাঁকে অশ্লীল কটাক্ষ করেছেন। গডসে উপাসকরা বাপু এবং শাস্ত্রীজির মধ্যে পার্থক্য টানেন। নরেন্দ্র মোদী কি তাঁর দলের নতুন গডসে ভক্তকে আন্তরিকভাবে ক্ষমা করবেন? জাতির পিতা আছেন, পুত্র আছেন, শহীদ আছেন। সবারই সম্মান প্রাপ্য।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com