শফিউল বারীর মৃত্যুতে জামায়াতে ইসলামীর শোক প্রকাশ
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি শফিউল বারী বাবুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার মঙ্গলবার এক শোকবাণী প্রদান করেছেন।
শোকবাণীতে তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি ও জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শফিউল বারী বাবু ২৮ জুলাই ভোর ৪টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। তিনি ফুসফুসে সংক্রমণ নিয়ে শ্বাসকষ্টে ভুগছিলেন।
রাজপথের আন্দোলন ও দেশের ছাত্র রাজনীতিতে শফিউল বারী বাবু সবসময় সক্রিয় ভূমিকা পালন করেছেন। তার মৃত্যুতে জাতি একজন তরুণ রাজনীতিবিদকে হারালো। আমি তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।