খালেদা জিয়ার এ মুহূর্তে সবচেয়ে বেশি দরকার উন্নত চিকিৎসা
অসুস্থতার জন্য (ষড়যন্ত্রমূলক মামলায়) জামিন পেলেও চার মাসেও উন্নত চিকিৎসা হয়নি বেগম খালেদা জিয়ার। এ অবস্থায় জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন নিয়ে গুঞ্জন উঠেছে। দ্রুতই এ সংক্রান্ত আবেদন করা হবে বলে জানিয়েছে দলের একটি সূত্র।
বিএনপি বলছে, করোনা পরিস্থিতির কারণে তিনি উন্নত চিকিৎসা নিতে পারেননি।
এ প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ বলেন, খালেদা জিয়ার এ মুহূর্তে সবচেয়ে বেশি দরকার উন্নত চিকিৎসা। তবে করোনার কারণে এটা শুরু করা সম্ভব হয়নি। তাছাড়া উনার মামলাটি জামিন যোগ্য।
চিকিৎসার জন্য মানবিক কারণে (ষড়যন্ত্রমূলক মামলায়) বেগম জিয়াকে মুক্তি দেয়া হলেও করোনা পরিস্থিতির কারণে বাসায় কোয়ারেন্টাইনে থাকায় চার মাসেও উন্নত চিকিৎসা হয়নি বলে দাবি করেছে দলটি।