ভক্তদের যে ডাক অপছন্দ মেসির

0

লিওনেল মেসি না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো- সেরা কে? এ নিয়ে দ্বিমত থাকতেই পারে। তবে ফুটবলপাগল আবালবৃদ্ধবনিতা মেসির বাঁ পায়ের জাদুতে মুগ্ধ তা নতুন করে বলার দরকার পড়ে না। তাই মাঝেমধ্যেই তাকে নানা ঐশ্বরিক নামে সম্বোধন করেন ভক্তরা।

তবে তাদের একটা ডাক ভালো লাগে না আর্জেন্টাইন ফুটবল জাদুকারের। এবার সাফ তা জানিয়ে দিলেন তিনি। মাঠে অতুলনীয় পাস, বল পায়ে ম্যাজিক দেখে অনেকেই তাকে বলে থাকেন ‘গড অব ফুটবল’।

এতেই একটু চটেছেন বার্সেলোনা প্রাণভোমরা। মেসি শ্রেফ জানিয়ে রাখলেন- ‘ঈশ্বর’ বলে সম্বোধন করা আমার একদমই পছন্দ নয়। তার মতে, এ বলে ডাকার মধ্যে অতিরঞ্জিত একটা ব্যাপার রয়েছে।

তবে মেসি জানিয়েছেন, আমি এ নিয়ে চিন্তিত নই। তবে এটা সত্য, ঈশ্বর নাম পছন্দ করি না। অবশ্য বার্সা তারকা বলেছেন, আমি জানি ভক্তরা আমার ক্ষতি চেয়ে এ নামে ডাকেন না। বরং আমাকে সম্মান জানাতে এ সম্বোধন করেন। কিন্তু এটা অত্যুক্তি বলেই আমার মনে হয়।

কেন ‘ঈশ্বর’ সম্বোধন অপছন্দ করছেন? সেই বিষয়েও মুখ খোলেন ছোট ম্যাজিসিয়ান। মেসি বলেন, এটা আমার ছেলে মাতেয়’র জন্য। আমার ছেলেরা এখনও ছোট। তারা যা শোনে সব নকল করে। এটা খারাপ।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com