সিরিয়া ইস্যুতে ভার্চুয়াল মিটিংয়ের আয়োজন করবে ইরান

0

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, সিরিয়া পরিস্থিতি এবং আরব দেশটির শান্তি প্রক্রিয়া ইস্যুতে শিগগিরই তেহরান ভার্চুয়াল মিটিংয়ের আয়োজন করবে।

কাজাখস্তানের রাজধানী আস্তানায় ইরান, রাশিয়া ও তুরস্কের মধ্যে যে সমঝোতা হয়েছিল তার আওতায় এ মিটিংয়ের আয়োজন করা হবে বলে জানান তিনি।

গতকাল (সোমবার) তুরস্কের রাজধানী আঙ্কারায় দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লুর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন জাওয়াদ জারিফ। তিনি বলেন, এই ভার্চুয়াল মিটিংয়ের মাধ্যমে আস্তানা সমঝোতা কাঠামোর মধ্যে থেকে সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠার গুরুত্ব অনুধাবন করা যাবে।

গত এপ্রিল মাসে ইরান, তুরস্ক ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা আস্তানা সমঝোতার তিন অংশিদারের মধ্যে আলোচনা ও পরামর্শ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন। সিরিয়া সংকট সমাধানের ক্ষেত্রে আস্তানা সমঝোতাকে সবচেয়ে কার্যকর পদক্ষেপ বলে মনে করা হয়।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com