শহীদ জিয়ার শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হবে: নজরুল ইসলাম খান

0

মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোর যে শিক্ষা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দিয়ে গেছেন সে শিক্ষা নিয়ে সবাইকে এগিয়ে যেতে হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

তিনি বলেন, ‘দেশকে সম্মৃদ্ধ করেছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশকে সেখান থেকে এগিয়ে নিয়েছেন। বাংলাদেশ রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হোক তা অনেকই চায় না। এ জন্য ষড়যন্ত্রের মুখে আমাদের পরাজিত করছে। জনগণের ভোটের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। জনগণ ভোটের অধিকার পেলে নির্ভয়ে ভোট দিতে পারলে বেগম খালেদা জিয়াই আবার প্রধানমন্ত্রী হবেন।’

সোমবার (১ জুন) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৯তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে ঢাকা-১৮ আসনের অন্তর্গত খিলক্ষেত থানা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণের সময় তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ডাক দিয়েছিলেন। ইতিহাস পরিবর্তন করা যায় না। অনেকে অনেক কথা বলেন। আমরা নিজেরা কানে শুনেছি, শহীদ জিয়া স্বাধীনতার ঘোষণা করেছেন। এখন আইন করে যদি বাধ্য করা হয় এটাও বলা যাবে না, তাহলে এটা মানা সম্ভব না। আমরা যুদ্ধ করেছি, ধমক দিয়ে সত্য কথা বলা বন্ধ করা যাবে না। ১৯৭১ সালে যিনি ‘আমি মেজর জিয়া’ বলে মানুষের সামনে হাজির হয়েছিলেন, তিনিই আরেকবার বাংলাদেশ যখন দুঃসময়ে এসেছিল ১৯৭৫ সালে তখন আবার জনগণের সামনে হাজির হয়েছিলেন ‘আমি মেজর জেনারেল জিয়া বলছি’ এই বলে।’ 

তিনি বলেন, ‘তিনি (জিয়াউর রহমান) জোর করে ক্ষমতা দখল করেন নাই। সৈনিকরা এবং সাধারণ মানুষের সম্মিলিত বিপ্লবের মধ্য দিয়ে তিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণে বাধ্য হয়েছিলেন। দেশে কোনও আইন ছিল না, প্রতিষ্ঠান ছিল না- দেশটাকে সুশৃংখল করে এবং ৭৪ সালের দুর্ভিক্ষে যখন লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছিল তখন তিনি দায়িত্ব নিয়ে দেশটাকে এগিয়ে নিয়ে যান। মেজর জিয়া একাত্তর সালে স্বাধীনতার ডাক দিয়েই ক্ষান্ত হন নাই, সম্মুখ থেকে লড়াইও করেছেন।’

নজরুল ইসলাম বলেন, ‘জিয়াউর রহমান বাংলাদেশের প্রথম সেক্টর কমান্ডার। জেড ফোর্সের ও কমান্ডার। বাংলাদেশের প্রথম নির্বাচিত মহিলা প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমাদের নেতা তারেক রহমান। বিশ্বের এরকম কোনও নেতা নেই যার মা নির্বাচিত প্রধানমন্ত্রী আর বাবা জনগণের নির্বাচিত রাষ্ট্রপতি। তারেক রহমান আমাদের নেতা। বেগম খালেদা জিয়া আমাদের নেত্রী। আমরা সেই শহীদ জিয়ার কর্মী। আমরাতো গর্বিত। আমরা কখনো সামরিক আইন জারি করি নাই, যেটা করেছিল আওয়ামী লীগের নেতা মোস্তাক। আমরা কখনো জরুরি আইন জারি করি নাই, যেটা করেছিল শেখ সাহেব। আমরা গণতন্ত্র হত্যা করি নাই। আমাদের সময় কখনো দুর্ভিক্ষ হয় নাই। শহীদ জিয়ার সময়ে একবার খরা হয়েছিল। অনেকে ধারণা করেছিল অনেক লোক মারা যাবে, কিন্তু তিনি উদ্যোগ নিয়ে সকল এমপিকে চট্টগ্রাম পাঠিয়ে খাবার নিয়ে যার যার এলাকায় পাঠান। আজকে করোনা ভাইরাসের দুঃসময়ে দেশের মন্ত্রী-এমপি সাহেবরা কোথায়? পত্রপত্রিকায় দেখা যায় মন্ত্রী-এমপিদের খুঁজে পাওয়া যাচ্ছে না। লক্ষ কোটি মানুষ শহীদ জিয়াকে ভালোবেসেছে। আমরা তাঁর কর্মী। মানুষের ভালবাসা অর্জন করতে পারা শহীদ জিয়ার প্রতি আনুগত্য প্রমাণ করা, এটা করতে না পারলে এ দাবি করা যাবে না আমরা শহীদ জিয়ার কর্মী।’

নেতাকর্মীদের উদ্দেশ্যে নজরুল ইসলাম খান বলেন, ‘আমি জানি আমরা সবাই কষ্টে আছি। ১২-১৩ বছর যাবত সরকারের নির্যাতন-নিপীড়নে আমরা সবাই কষ্টে আছি। মিথ্যা মামলায় জর্জরিত হয়ে আছি। তারপরও বিএনপি নেতাকর্মীরা নিজেদের পকেটের টাকা দিয়ে অসহায় গরিব মানুষের পাশে দাঁড়িয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভীষণ অসুস্থ। তারপরও তিনি আমাদের ডেকে খোঁজখবর নেন, আমরা কিভাবে জনগণের পাশে দাঁড়িয়েছি, কী করছি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অসুস্থ অবস্থায় আছেন। তিনিও সপ্তাহে দুদিন করে খোঁজখবর নেন। এই কাজ করতেন শহীদ জিয়া রহমান। তিনি রাত ১২টা-১টায়ও আমাদের ফোন দিতেন। বলতেন-‘কি করছেন, ঘুমাচ্ছেন? আপনারা কী করে ঘুমান, দেশের মানুষের এত কষ্ট, আমি তো ঘুমাতে পারি না’। দেশের রাষ্ট্রপতি হয়েও মানুষের জন্য ঘুমান নাই। মানুষের মানুষের পাশে দাঁড়ানোর যে শিক্ষা শহীদ জিয়া দিয়ে গেছেন তা নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। তাহলে শহীদ জিয়াউর রহমানের আত্মা শান্তি পাবে।’

উপস্থিত সকলের উদ্দেশ্যে বিএনপি এই শীর্ষ নেতা বলেন, ‘আপনারা যার যার ধর্ম অনুযায়ী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য দোয়া করবেন। তাঁকে যেন আল্লাহ বেহেশত নসিব করেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যেন সুস্থ হয়ে আবার দেশ পরিচালনা করতে পারেন। আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সকল বাধা-বিপত্তি কাটিয়ে যেন দেশের হাল ধরতে পারেন। এটুকু আপনাদের কাছে প্রার্থনা।’

জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তরের  সভাপতি এস এম জাহাঙ্গীর হোসেনের সার্বিক তত্ত্বাবধানে খিলক্ষেত থানা বিএনপির সভাপতি হাজী এস এম ফজলুল হকের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন,  খিলক্ষেত থানা বিএনপি’র সাধারণ সম্পাদক সোহরাব খান স্বপন, সি এম আনোয়ার হোসেন সাংগঠনিক সম্পাদক খিলক্ষেত থানা বিএনপি, মোবারক দেওয়ান সভাপতি খিলক্ষেত থানা যুবদল, নুরুল হুদা মুরাদ সাধারণ সম্পাদক খিলক্ষেত থানা যুবদল, জহির উদ্দিন বাবু সভাপতি ৯৬নং ওয়ার্ড বিএনপি,রাসেল বাবু সাংগঠনিক সম্পাদক ছাত্রদল ঢাকা-মহানগর উত্তর, রেজাউল মেম্বার  সাধারণ সম্পাদক ৪৩নং ওয়ার্ড বিএনপি, মনিরুজ্জামান মনির আহবায়ক খিলক্ষেত থানা ছাত্রদল,  সৈকতুল ইসলাম সৈকত যুগ্ম-আহবায়ক খিলক্ষেত থানা ছাত্রদল, সূচনা আক্তার সভাপতি খিলক্ষেত থানা মহিলাদল, পান্না ইয়াসমিন সাধারণ সম্পাদক খিলক্ষেত থানা মহিলাদল, আসাদুজ্জামান জিসান  সাধারণ সম্পাদক খিলক্ষেত থানা সেচ্ছাসেবক দল, আব্দুল মালেক সাধারণ সম্পাদক খিলক্ষেত থানা শ্রমিকদল, ইমানুল হক সভাপতি খিলক্ষেত থানা কৃষক দল, মো: দুলাল মিয়া সভাপতি খিলক্ষেত মৎসজীবী দল।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com